এমবাপ্পের চোট ‘গুরুতর নয়’

১১ ডিসেম্বর ২০২৪

এমবাপ্পের চোট ‘গুরুতর নয়’

কিলিয়ান এমবাপ্পে, ভিনিসুস জুনিয়র জুড বেলিংহ্যামের গোলে আতালান্তাকে - ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে দুই ম্যাচ পর জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই ম্যাচে পাওয়া এমবাপ্পের চোট। কোচ কার্লো আনচেলত্তি আশা করছেন, ফরাসি এই তারকা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন না।

মৌসুমের শুরু থেকেই চোট সমস্যায় জর্জরিত রিয়াল। হাঁটুর চোটে দানি কারভাহাল এবং এদের মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না।

মঙ্গলবার আতালান্তার মাঠে ম্যাচের দশম মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। তবে ম্যাচের ৩৫তম মিনিটে চোট পেয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তার বদলী হিসেবে নামেন রদ্রিগো। 

ম্যাচ শেষে এমবাপ্পের চোটের বিষয়ে আনচেলত্তি বলেন, “এমবাপ্পে একটি মাংসপেশির অতিরিক্ত চাপের কারণে ইশিয়াল (পেলভিসের নিচের অংশ) অস্বস্তিতে ভুগছে। চোটটি খুব গুরুতর মনে হচ্ছে না। তবে পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। সে দৌড়াতে পারছিল না এবং কিছুটা অস্বস্তি অনুভব করছিল। তাই আমরা তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেই। 

চোটের কারণে এমবাপ্পের ছিটকে যাওয়ার দিন দুই সপ্তাহ পর মাঠে ফিরে ম্যাচের ৫৬তম মিনিটে গোল করেন ভিনিসুস। এর মিনিট তিনেক পর রিয়ালের হয়ে শেষ গোলটি করেন বেলিংহ্যাম।

এই জয়ে ম্যাচে পয়েন্ট নিয়ে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের ১৮ নম্বরে উঠে এসেছে রিয়াল। সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হলে তালিকার শীর্ষ আটে থেকে লিগ পর্ব শেষ করতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। আর টুর্নামেন্টে টিকে থাকতে হলে শীর্ষ ২৪ দলের মধ্যে থাকতে হবে।

শীর্ষ দলের সঙ্গে নবম থেকে ২৪তম অবস্থানের ১৬টি দলের মধ্যে আটটি দল দুই লেগের প্লে অফে প্রতিযোগিতা করে পরের রাউন্ডে শীর্ষ আট দলের সঙ্গী হবে

তবে আর দুই ম্যাচ বাকি থাকায় সরাসরি পরের রাউন্ডে যাওয়ার বিষয়টিকে বেশ কঠিন মনে করছেন আনচেলত্তি।

এটি একটি গুরুত্বপূর্ণ জয়। এখানে সবাই জিততে পারে না। আমরা অনেক কষ্ট করেছি এবং কঠিন লড়াই করেছি। চ্যাম্পিয়নস লিগে এমন ভোগান্তি নতুন কিছু নয়। পয়েন্টের জন্যই শুধু নয়, আত্মবিশ্বাস তৈরিতেও এই জয় আমাদের জন্য দারুণ। শীর্ষ আটে থাকা এখনও কঠিন, তবে আমাদের দুইটি ম্যাচ বাকি। দেখা যাক কী হয়।

মন্তব্য করুন: