৬ দেশে ২০৩০ বিশ্বকাপ, ২০৩৪ সালের আয়োজক সৌদি আরব

১২ ডিসেম্বর ২০২৪

৬ দেশে ২০৩০ বিশ্বকাপ, ২০৩৪ সালের আয়োজক সৌদি আরব

আগেই ২০৩০ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে ছিল স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম এক প্রকার চূড়ান্তই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে আয়োজক ঘোষণার দিন এই আসরের জন্য আরও তিন দেশের নাম ঘোষণা করেছে ফিফা। অন্যদিকে এককভাবে ২০৩৪ সালের আসর আয়োজন করবে সৌদি আরব।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফিফা কংগ্রেসের সভায় ভোটের পর ২৪তম ও ২৫তম বিশ্বকাপের জন্য আয়োজকদের নাম ঘোষণা করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

২০৩০ বিশ্বকাপে টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে মূল তিন আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কোর সঙ্গে উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনায় হবে বিশ্বকাপের ম্যাচ। দক্ষিণ আমেরিকার এই তিন দেশে হবে তিনটি ম্যাচ। প্রথমবারের মতো তিনটি ভিন্ন মহাদেশের ছয়টি দেশে হবে ফুটবল বিশ্বকাপের আসর।

১৯৩০ সালে সর্বপ্রথম বিশ্বকাপের আসর বসেছিল উরুগুয়েতে। আর্জেন্টিনা ও স্পেনে এর আগেও বিশ্বকাপ হয়েছে। ফলে প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বসতে যাচ্ছে পর্তুগাল, প্যারাগুয়ে ও মরক্কোতে।

অন্যদিক মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২২ সালের সবশেষ আসর বসেছিল এই অঞ্চলের আরেক দেশ কাতারে। সেখানে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

২০২৩ সালেই ফিফা ঘোষণা করেছিল, ২০৩৪ বিশ্বকাপ হবে এশিয়া বা ওশেনিয়া অঞ্চলে। এই সিদ্ধান্তের পর ২৫তম আসর আয়োজনের আগ্রহ প্রকাশ করে অস্ট্রেলিয়া। তবে গত অক্টোবরে আয়োজক হওয়ার দৌড় থেকে তারা সরে দাঁড়ায়। ফলে টুর্নামেন্ট আয়োজনের পথ পরিষ্কার হয়ে যায় সৌদি আরবের। অর্থাৎ, প্রথম দেশ হিসেবে এককবাবে ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করবে তারা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাওয়া ২০২৬ সালের বিশ্বকাপ দিয়ে টুর্নামেন্টের দল সংখ্যা ৩২টি থেকে বেড়ে হবে ৪৮টি।

মন্তব্য করুন: