চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে লিভারপুল-বার্সেলোনা
১২ ডিসেম্বর ২০২৪
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে প্রথম দল হিসেবে শেষ ষোলো অথবা নকআউট পর্যায়ের প্লে-অফ নিশ্চিত করেছে লিভারপুল। এই তালিকায় অলরেডদের সঙ্গী হয়েছে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা।
বৃহস্পতিবার লিগ পর্বের ষষ্ঠ রাউন্ডের ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই অবস্থানে এই দুই দল। এদিন বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ৩-২ গোলের জয় পায় বার্সেলোনা। পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে হানসি ফ্লিকের দল আছে তালিকার দুই নম্বরে। আগের দিন জিরোনাকে ১-০ হারিয়ে টানা ৬ ম্যাচ জিতে নেয় লিভারপুল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে লিগ পর্বে প্রতিটি দল ৮টি করে ম্যাচ খেলবে। এখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোয় জায়গা পাবে। বাকি আটটি জায়গার জন্য নবম থেকে ২৪তম দলকে খেলতে হবে দুই লেগের প্লে-অফ। এই পর্যায়ের জয়ী দলগুলো চলে যাবে শেষ ষোলোয়।
ষষ্ঠ রাউন্ডে শাখতার দোনেস্ককে ৫-১ গোলে উড়িয়ে পয়েন্ট তালিকার দশ নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে টানা দুই হারের পর আতালান্তাকে ৩-২ গোলে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ৯ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা আছে তালিকার ২০ নম্বরে। তবে হেরে গেছে ম্যানচেস্টার সিটি। বাজে সময় কাটিয়ে উঠতে না পারা পেপ গুয়ার্দিওলার দল ইউভেন্তুসের কাছে হেরেছে ২-০ গোলে। ১১ পয়েন্ট নিয়ে ইতালিয়ান ক্লাবটি আছে তালিকার ১৪ নম্বরে। অন্যদিকে টানা তিন ম্যাচে জয়হীন সিটির অবস্থান ২২ নম্বরে।
মোনাকোকে ৩-০ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে শীর্ষ আটের বাকি পাঁচটি দল – লেভারকুজেন, অ্যাস্টন ভিলা, ইন্টার মিলান, ব্রেস্তোয়া ও লিল।
লিগ পর্ব শেষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি এবং ১৮ ও ১৯ ফেব্রুয়ারি নকআউট পর্যায়ের প্লে-অফের ম্যাচগুলো মাঠে গড়াবে। এরপর শেষ ষোলোর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৪, ৫, ১১ ও ১২ মার্চ।
মন্তব্য করুন: