ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে এমবাপ্পেকে নিয়ে শঙ্কা
১২ ডিসেম্বর ২০২৪
আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পাওয়া চোটের কারণে ১০ দিনের জন্য কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে ছিটকে গেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন। ফলে আসন্ন ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে ফরাসি তারকার মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
গত মঙ্গলবার আতালান্তার মাঠে ৩-২ গোলে জয়ের ম্যাচে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর ম্যাচের ৩৫তম মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এমবাপ্পের বাঁ ঊরুতে চোটের কথা জানায় রিয়াল কর্তৃপক্ষ। তবে ২৫ বছর বয়সী এই তারকাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
অন্যদিকে এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, চোট কাটিয়ে মাঠে ফিরতে ১০ দিন লাগবে এমবাপ্পের। ফলে আগামী শনিবার লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে খেলতে পারবেন না তিনি। অনিশ্চয়তায় আছে আগামী ১৮ ডিসেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে তার খেলা নিয়েও।
আগের ফিফা ক্লাব বিশ্বকাপের নাম বদলে এখন ইন্টারকন্টিনেন্টাল কাপ হয়েছে। বিভিন্ন মহাদেশের সেরা ক্লাবগুলোর এই টুর্নামেন্টের ফাইনাল হবে কাতারের দোহায়। গতবারের চ্যাম্পিয়নস লিগ জিতে সরাসরি ফাইনালে খেলার সুযোগ পেয়েছে রিয়াল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে মেক্সিকোর পাচুকা অথবা মিশরের আল আহলি।
গত জুনে কোনো ট্রান্সফার ফি ছাড়াই পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে স্প্যানিশ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে তার গোল ১২টি। রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচেই জিতেছেন উয়েফা সুপার কাপের শিরোপা।
মন্তব্য করুন: