শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া হলেও দলের খেলায় সন্তুষ্ট রিয়াল কোচ
১৫ ডিসেম্বর ২০২৪
রায়ো ভায়োকানোকে হারাতে পারলেই লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারত রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে পয়েন্ট খুঁইয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে দলের রক্ষণভাগের ভুল এবং বেশ কিছু সুযোগ নষ্ট হওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন কোচ কার্লো আনচেলত্তি। তবে খেলোয়াড়দের প্রচেষ্টা এবং সামগ্রিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।
শনিবার ভায়োকানোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে রিয়াল। ম্যাচের চতুর্থ ও ৩৬তম মিনিটে গোল হজমের পর ফেদে ভালভের্দে ও জুড বেলিংহ্যামের গোলে প্রথমার্ধই সমতায় ফিরেছিল তারা। বিরতির পর রদ্রিগোর গোলে এগিয়েও গিয়েছিল আনচেলত্তির দল। কিন্তু ৬৪তম মিনিটে স্বাগতিকরা সমতায় ফেরার পর আর কোনো গোল করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।
এই ম্যাচ জিতলেই বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারত রিয়াল। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়েই থাকতে হচ্ছে তাদের। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা রোববার রাতে লেগানেসের বিপক্ষে মাঠে নামবে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “আমার মতে, ফল যা বোঝাচ্ছে, আমরা তেমন ভোগান্তিতে পড়িনি। মায়োর্কা ও লাস পালমাসের বিপক্ষে ড্রয়ের পর আমি অনেক বেশি চিন্তিত ছিলাম। তবে এখন আমাদের মধ্যে এখন গত বছরের মতোই মনোভাব ও প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি, যা আশা জাগানিয়া।”
বর্তমানে রিয়ালের প্রথম দলের সাতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে আক্রান্ত। হাঁটুর চোটে দানি কারভাহাল ও এদের মিলিতাওয়ের মৌসুম বেশ আগেই শেষ হয়ে গেছে। একই ধরণের চোটের কারণে এখনও মাঠে ফিরতে পারেননি ডিফেন্ডার ডেভিড আলাবা। এছাড়াও স্বল্পমেয়াদি চোটে ভুগছেন দলের তিন ফরাসি তারকার কিলিয়ান এমবাপ্পে, ফেরলাঁ মেন্দি ও এদুয়ার্দো কামাভিঙ্গা।
চোট কাটিয়ে ফুটবলাররা ফিরলে রিয়াল আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী আনচেলত্তি বলেন, “আমি ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী। ২০২৫ সালকে আমি ইতিবাচক হিসেবে দেখছি, যদিও আমার ভুল হতে পারে।”
“আমরা এখনও সব প্রতিযোগিতায় শিরোপার লড়াইয়ে আছি।… আমাদের অনেক খেলোয়াড় চোটের কারণে বাইরে রয়েছে। আজ আমরা প্রথম দলের কমপক্ষে সাতজনকে ছাড়া মাঠে নেমেছি। তারা ফিরে এলে দল আরও শক্তিশালী হবে।”
এই ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ভিনিসুস জুনিয়রকে শুরুর একাদশে না রাখার কারণ ব্যাখ্যা করে রিয়াল কোচ বলেন, "সে চোট থেকে ফিরে এসেছে এবং আমরা তার বিষয়ে সতর্ক থাকতে চেয়েছি। আমি মনে করি, সে ভালো খেলেছে।"
আগামী বুধবার কাতারের দোহায় ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার মুখোমুখি হবে রিয়াল। আপাতত এই শিরোপা জয়ে চোখ রাখছেন আনচেলত্তি।
মন্তব্য করুন: