শেষ মুহূর্তের ২ গোলে ইউনাইটেডের কাছে হারের পর দায় নিচ্ছেন গুয়ার্দিওলা
১৬ ডিসেম্বর ২০২৪
ভীষণ বাজে সময়ের মধ্যে দিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটি জয়ের কাছেই ছিল। কিন্তু দুই মিনিটের ব্যবধানে সব ওলটপালট করে দিয়ে জয় নিজেদের করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে ২-১ গোলে হারের পর দলের টানা ব্যর্থতার জন্য নিজেকেই দায়ী করছেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
রোববার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ইয়োশকো ভার্দিওলের গোলে এগিয়ে যাওয়ার পর ৮৮তম মিনিট পর্যন্ত তা ধরে রাখে সিটি। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে দেন আমাদ দিয়ালো। কোট দে ভোয়ার এই ফুটবলার ইউনাইটেডকে এনে দেন একটি পেনাল্টি। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান ব্রুনো ফের্নান্দেস। ৯০তম মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন দিয়ালো।
ম্যাচ শেষে নিজের আত্মসমালোচনা করে গুয়ার্দিওলা বলেন, “আমি এর পক্ষে কোনো যুক্তি দিতে পারব না। আমি বস, আমি ম্যানেজার এবং আমি যথেষ্ট ভালো নই। আমার একটি সমাধান বের করা উচিত ছিল কিন্তু আমি তা খুঁজে বের করতে পারিনি।… আমি ভালো করতে পারছি না, এটাই সত্য।”
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১১ ম্যাচে এটি সিটির অষ্টম হার। সবশেষ চার প্রিমিয়ার লিগ জয়ীদের এমন পারফরম্যান্সে হতবাক সমর্থক থেকে শুরু করে ফুটবল বিশ্লেষকরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল স্কাই স্পোর্টসকে বলেন, “এমন পরিস্থিতি ম্যানচেস্টার সিটির জন্য অস্বাভাবিক। পেপ গুয়ার্দিওলার জন্য তো আরও বেশি। সমর্থকরা এরকমটা অনেক বছর দেখেনি। এই খেলোয়াড়রা সিরিয়াল উইনার এবং সিরিয়াল চ্যাম্পিয়ন।”
সম্প্রতি সিটির সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন গুয়ার্দিওলা। ম্যাচ শেষে মাঠ ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময় হতাশাগ্রস্থ এই কোচকে উদ্দেশ্য করে ইউনাইটেড সমর্থকরা “তুমি সকালে বহিষ্কার হতে যাচ্ছো” গাইতে থাকে।
আগে থেকেই মৌসুমের ব্যস্ত সূচি এবং দলের খেলোয়াড়দের চোট নিয়ে কথা বলে আসা গুয়ার্দিওলা এদিনও একই কথা বললেন। তবে দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য এসবকে অজুহাত হিসেবে দাঁড় করাননি তিনি।
“আজকের ম্যাচ আমাদের জেতা উচিত ছিল। (চ্যাম্পিয়নস লিগে) ফেইনুর্দের বিপক্ষে ৩-০ এগিয়ে থেকেও ড্র করেছি। এটি শিডিউলের কারণে নয়, ইনজুরির কারণে নয়। সমস্যা যদি একজন খেলোয়াড়ের হয়, তাকে বাদ দেওয়া সম্ভব। কিন্তু সমস্যা একাধিক এবং তা সমাধান হচ্ছে না।”
সবশেষ পাঁচ লিগ ম্যাচে কেবল একটিতে জয় পাওয়া সিটি ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এখন তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে বর্তমান চ্যাম্পিয়নরা ৯ পয়েন্টে পিছিয়ে আছে। অন্যদিকে দুই ম্যাচ হারের পর জয় পাওয়া ইউনাইটেড ২২ পয়েন্ট নিয়ে আছে তালিকার ১৩ নম্বরে।
মন্তব্য করুন: