রদ্রিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ভিনিসুস

১৮ ডিসেম্বর ২০২৪

রদ্রিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ভিনিসুস

ব্যালন ডিঅরজয়ী রদ্রিকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভিনিসুস জুনিয়র। রদ্রি, রেকর্ড আটবারের বর্ষসেরার খেতাব পাওয়া লিওনেল মেসিসহ আরও অনেক তারকাকে হারিয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি পেলেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।

মঙ্গলবার রাতে কাতারের দোহায় দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভিনিসুসের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এবারের পুরস্কারটি দেওয়া হয়েছে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্সকে বিবেচনায় নিয়ে। গত ২৯ নভেম্বর বর্ষসেরা ফুটবলারের জন্য ১১ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। এই তালিকায় আরও ছিলেন কিলিয়ান এমবাপ্পে, দানি কারভাহাল, আর্লিং হলান্দ, ফেদে ভালভের্দে, ফ্লোরিয়ান ভির্টস, জুড বেলিংহ্যাম, লামিনে ইয়ামাল ও টনি ক্রুস।

গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসুস। রেকর্ড ১৫তম বারের মতো ইউরোপের ক্লাব সেরার শিরোপা জয়ের ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলও করেন তিনি। এছাড়াও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়ালকে শিরোপা জেতান এই ব্রাজিলিয়ান।

২০২৩-২৪ মৌসুমে মাদ্রিদের ক্লাবটির হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন ভিনিসুস। তবে এ সময় জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি ২৪ বছর বয়সী এই ফুটবলার।

রিয়ালের হয়ে দুর্দান্ত পারফর্ম করে এবারের ব্যালন ডিঅর জয়ের দৌড়ে হিসেবে বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল ভিনিসুসের নাম। কিন্তু শেষ পর্যন্ত তা জেতেন স্পেনকে ইউরো এবং ম্যানচেস্টার সিটিকে প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো রদ্রি।

বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে ভিনিসুস বলেন, “যখন আমি সাও গনসালোর রাস্তার খালি পায়ে খেলতাম তখন এটা অসম্ভব মনে হয়েছিল। আর এখন আমি এখানে।

ফিফার প্রতিটি সদস্য দেশের অধিনায়ক, কোচ, নির্বাচিত সাংবাদিক এবং দর্শকদের ভোটে নির্বাচিত করা হয় বর্ষসেরা ফুটবলার। এখানে দর্শকদের ভোট থাকে ২৫ শতাংশ। বাকি ৭৫ শতাংশ আসে কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোট থেকে।

অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানো বনমাতি। টানা দুইবার মেয়েদের ব্যালন ডিঅরও জিতেছেন তিনি।

রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ, লা লিগা, চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপার কাপের শিরোপা জিতিয়ে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন কার্লো আনচেলত্তি।

মন্তব্য করুন: