রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়লেন আনচেলত্তি

১৯ ডিসেম্বর ২০২৪

রিয়াল মাদ্রিদে ইতিহাস গড়লেন আনচেলত্তি

ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মধ্য দিয়ে কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের নাম লিখিয়েছেন। এই জয়ের ফলে রিয়ালের হয়ে মোট ১৫টি শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন ইতালিয়ান এই কোচ।

বুধবার রাতে কাতারের রাজধানী দোহার লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর ক্লাব পাচুকাকে - গোলে হারিয়ে শিরোপা জেতে রিয়াল। প্রথমার্ধে দলের হয়ে প্রথম গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন ভিনিসুস জুনিয়র।

এই জয়ের মাধ্যমে প্রয়াত মিগেল মুনোসকে ছাড়িয়ে গেলেন আনচেলত্তি। গত আগস্টে আতালান্তাকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জয়ের পর মুনোসের পাশে বসেছিলেন তিনি।

ম্যাচ শেষে স্প্যানিশ একটি টেলিভিশন চ্যানেলকে আনচেলত্তি হাসিমুখে বলেন, “এগুলো অনেক বেশি (শিরোপা)! আমি খুবই আনন্দিত, সত্যিই খুশি... এটা একটা সাফল্যের গল্প।

আজ আমি খেলোয়াড়দের মানসিকতা খুব পছন্দ করেছি। আক্রমণভাগে তারা পার্থক্য গড়ে দিয়েছে। ভিনিসুস জুনিয়র অসাধারণ খেলেছে। আক্রমণে আমরা ভালো করেছি। আমাদের দলে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। কিলিয়ান (এমবাপ্পে) ভালো খেলেছে, রদ্রিগো দ্বিতীয় গোল করেছে... আমরা খুব খুশি, কারণ ব্যস্ত মৌসুমের মাঝেও আমরা ঘর থেকে অনেক দূরে শিরোপা জিতেছি।

৬৫ বছর বয়সী আনচেলত্তি বিশ্বের অন্যতম সফল কোচদের একজন। তিন বছর আগে কিংবদন্তি জিনেদিন জিদানের বিদায়ের পর দ্বিতীয় দফায় মাদ্রিদের দায়িত্ব নেন তিনি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগেইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ফ্রান্সে শিরোপা জেতা প্রথম কোচ আনচেলত্তি। গত তিন বছরে রিয়াল মাদ্রিদকে দুইবার করে চ্যাম্পিয়নস লিগ লা লিগার শিরোপা জেতান।

রিয়াল মাদ্রিদের হয়ে আনচেলত্তির শিরোপার তালিকায় রয়েছে তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, দুটি স্প্যানিশ লা লিগা, দুটি স্প্যানিশ কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং সবশেষ একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।

মন্তব্য করুন: