চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত কেইন
১৯ ডিসেম্বর ২০২৪
চোট কাটিয়ে চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন মাঠে ফেরার অপেক্ষায় আছেন। শুক্রবার বুন্ডেসলিগার ম্যাচ দিয়ে ইংল্যান্ডের এই স্ট্রাইকারের খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন কোচ ভিনসেন্ট কোম্পানি।
গত মাসে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে ঊরুর চোটে পড়েন কেইন। এর আগে লিগে বায়ার্নের হয়ে ১২ ম্যাচে ১৪ গোল করেছিলেন তিনি।
আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ৩১ বছর বয়সী এই তারকার ফেরা নিয়ে কোম্পানি বলেন, "সে শুরু করবে কি না, তা আমি এখনই বলছি না। আজকের চূড়ান্ত অনুশীলন গুরুত্বপূর্ণ। সবকিছু ঠিক থাকলে সে আগামীকাল অবশ্যই খেলবে।"
গত মৌসুমে ৩৬ গোল করে বুন্ডেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন কেইন। দলে তার অভাব পূরণ করা সহজ নয় জানিয়ে বায়ার্ন কোচ বলেন, “আমরা আগেই বলেছিলাম, হ্যারি কেইনের মতো একজনকে সরাসরি বদলি করা অসম্ভব। বক্সের ভেতরে কোথায় থাকতে হবে এ বিষয়ে তার অসাধারণ ধারণা রয়েছে। বক্সের ভেতর সে বিশ্বসেরাদের একজন। এখানেই সে পার্থক্য গড়ে দেয়। খুব কম খেলোয়াড়ই আছে যারা এটা করতে পারে।”
টানা ১১ বার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লিগ শিরোপা হারানো বায়ার্ন এবারের মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। ৪ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেন।
মন্তব্য করুন: