বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই হামজার
১৯ ডিসেম্বর ২০২৪
দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল বাংলাদেশের হয়ে যুক্তরাজ্য বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর খেলার বিষয়টি। এ ব্যাপারে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির হয়ে খেলা এই মিডফিল্ডার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) কাছে অনাপত্তিপত্রও পেয়েছিলেন। বাকি ছিল কেবল ফিফার অনুমতি পাওয়ার। সেটি চূড়ান্ত হয়ে যাওয়ায় লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামতে আর কোনো বাধা নেই হামজার।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, এখন থেকে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন হামজা।
গত জুনে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করার পর আগস্টে তা হাতে পান এই ফুটবলার। এরপর একই মাসের শেষ দিকে তার জন্য এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বা অনাপত্তিপত্র চেয়ে এফএ-কে চিঠি দেয় বাফুফে। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তা দেওয়ায় বাকি ছিল ফিফা ফুটবল ট্রাইবুলালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার থেকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পাওয়ার।
বিষয়টি নিশ্চিত করে বাফুফের তরফ থেকে বলা হয়, “বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন।”
বাফুফের ফেইসবুক পেইজে প্রকাশিত ভিডিও বার্তায় হামজা বলেন, “আমি বাংলাদেশের পক্ষে খেলতে যাচ্ছি। আশা করি, দ্রুতই দেখা হবে।”
বাংলাদেশের হয়ে হামজার খেলার বিষয়টি জানিয়ে ফেইসবুকে পোস্ট করে তার ক্লাব লেস্টার সিটিও। ইংলিশ ক্লাবটির হয়ে এফএ কাপের শিরোপাও জিতেছেন তিনি। ২০২৭ সাল পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি আছে ২৬ বছর বয়সী হামজার।
জাতীয় দলের হয়ে প্রবাসী ফুটবলারদের খেলতে যাওয়ার ঘটনা এবারই প্রথম নয়। বর্তমানে লাল-সবুজের জার্সি গায়ে খেলছেন ফিনল্যান্ড প্রবাসী কাজী তারিক রায়হান ও ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। দেশের হয়ে সবচেয়ে ৮৪ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার হলেন জামাল।
মন্তব্য করুন: