বার্সেলোনার মাঠে প্রথম জয়ের খোঁজে আতলেতিকো কোচ

২১ ডিসেম্বর ২০২৪

বার্সেলোনার মাঠে প্রথম জয়ের খোঁজে আতলেতিকো কোচ

বর্তমানে লা লিগায় কোনো দলের হয়ে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে আছেন দিয়েগো সিমিওনে। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবকে দু’বার লিগ শিরোপা জিতিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। কিন্তু বার্সেলোনার মাঠে কখনও জয়ের স্বাদ পাননি তিনি। এবার সেই জয়খরা কাটানোর জন্য মরিয়া হয়ে আছেন তিনি।

শনিবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে আতলেতিকো। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে সিমিওনের দল।

গত নভেম্বরের শুরুতেও লিগে আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু সবশেষ ছয় ম্যাচে হানসি ফ্লিকের দলের জয় কেবল একটিতে। অন্যদিকে নিজেদের সবশেষ ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে আতলেতিকো।

সমান পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষ দুই স্থান ধরে রেখেছে তারা। ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দুইয়ে এক ম্যাচ কম খেলা আতলেতিকো।

সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১১ ম্যাচেই জিতেছে সিমিওনের দল। আর এমন ধারাবাহিক পারফরম্যান্সের জন্য দলীয় ঐক্যকে বড় করে দেখছেন আতলেতিকো কোচ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমিওনে বলেন, মাস দেড়েক ধরে আমরা যা বলছি, আমাদের দলটি একটি গ্রুপ হিসেবে দারুণ কাজ করছে, প্রতি ম্যাচে প্রতিপক্ষকে আঘাত করার, প্রতিদ্বন্দ্বিতা করার এবং উন্নতি করার সুযোগ খুঁজছে।

আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা খুব ভালো খেলে, তরুণদের নিয়ে গড়া তাদের মাঝমাঠ ভালো লাগে আমার। রাফিনিয়া তার সাহস এবং খেলার ধরনের জন্য লিগের সেরাদের একজন হয়ে উঠছে। এমন একটি ম্যাচের জন্য আমাদের শক্তি আছে, অবশ্যই বিনোদনদায়ী ম্যাচ হবে।

সিমিওনে দায়িত্ব নেওয়ার আগে থেকেই বার্সেলোনার মাঠে জিতে পারেনি আতলেতিকো। সবশেষ জয়টি আসে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে। ২০১৩-১৪ মৌসুমের শেষ রাউন্ডে কাম্প ন্যুয়ে বার্সেলোনার সঙ্গে - ড্র করে লিগ শিরোপা জিতেছিল তারা।

প্রায় এক যুগ আগের সেই স্মৃতিতে ফিরে গিয়ে সিমিওনে বলেন, আমার জীবনে সেখানে (বার্সেলোনার মাঠে) জিততে পারিনি। আমি সব জায়গায় জিতেছি এবং সেখানে লিগ জিতেছি।

মন্তব্য করুন: