এবার অ্যাস্টন ভিলার কাছে হারল ম্যান সিটি

২১ ডিসেম্বর ২০২৪

এবার অ্যাস্টন ভিলার কাছে হারল ম্যান সিটি

গভীর সংকটের সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার অ্যাস্টন ভিলার কাছে হেরে গেছে পেপ গুয়ার্দিওলার দল। ফলে সপ্তাহ শেষে পয়েন্ট তালিকায় আরও নিচের দিকে নেমে যেতে পারে গত চার মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।

শনিবার ভিলা পার্কে - গোলে হারে সিটি। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন জন দুরান এবং মরগ্যান রজার্স। অন্যদিকে যোগ করা সময়ে এক গোল শোধ দেন ফিল ফোডেন।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে এটি সিটির নবম হার। জয় স্রেফ একটি। এই সময়ে তারা গোল হজম করেছে ২৭টি। এছাড়াও প্রতিপক্ষের মাঠে আট ম্যাচে জয়হীন গুয়ার্দিওলার দল।

চলমান হতাশাজনক পারফরম্যান্সে এখন তালিকার ছয় নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। ১৭ ম্যাচে জয়ে ২৭ পয়েন্ট পাওয়া সিটি সপ্তাহন্ত শেষে তালিকার নবম স্থানে নেমে যেতে পারে।

অন্যদিকে লিগে সবশেষ ১১ ম্যাচে মাত্র তিনটিতে জয় পাওয়া ভিলা, এই ম্যাচ জিতে শীর্ষ চারে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

গত সপ্তাহে শেষ মুহূর্তের দুই গোলে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে - গোলে হারের পর এই ম্যাচের প্রথম একাদশে ছয়টি পরিবর্তন আনেন গুয়ার্দিওলা। তবে দলের পারফরম্যান্সে কোনো পরিবর্তন দেখা যায়নি।

সিটির রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে ভিলা তাদের আক্রমণ চালিয়ে গেছে ম্যাচের শুরু থেকেই। প্রথম মিনিটে দুটি আক্রমণ ঠেকিয়ে দেন গোলরক্ষক স্টেফান ওর্তেগা।

এরপর ১৬তম মিনিটে ভিলাকে এগিয়ে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড দুরান। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ফরোয়ার্ড রজার্স। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিটির হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন ফোডেন।

মন্তব্য করুন: