সিমিওনের ইচ্ছে পূরণ, বার্সেলোনার মাঠে জিতল আতলেতিকো

২২ ডিসেম্বর ২০২৪

সিমিওনের ইচ্ছে পূরণ, বার্সেলোনার মাঠে জিতল আতলেতিকো

আতলেতিকো মাদ্রিদের কোচ হয়ে আসার পর থেকে দুবার লা লিগার শিরোপাসহ অনেক সাফল্য এনে দিলেও একটি জায়গায় অপূর্ণতা থেকে গিয়েছিল দিয়েগো সিমিওনের। কখনোই বার্সেলোনার মাঠে জিততে পারেননি তিনি। ম্যাচের আগে এই ইচ্ছে পূরণের আশার কথা জানিয়েছিলেন তিনি। কোচের সেই ইচ্ছেই পূরণ করেছে তার শিষ্যরা।

শনিবার বার্সেলোনার মাঠে লা লিগার ম্যাচে শেষ মুহূর্তের গোলে স্বাগতিকদের ২-১ গোলে হারায় আতলেতিকো। এই জয়ে বার্সেলোনাকে সরিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে সিমিওনের দল। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে জয় তুলে নিল তারা।

২০০৬ সালের ফেব্রুয়ারির পর এবারই প্রথম বার্সেলোনার মাঠে জয় পেল আতলেতিকো। এর পাঁচ বছর পর ২০১১ সালে মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব নেন সিমিওনে।

প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখা বার্সেলোনা পেদ্রির গোলে ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায়। বিরতির পর ৬০তম মিনিটে আতলেতিকোকে সমতায় ফেরান রদ্রিগো দি পল। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে দেন আলেক্সান্দার সরলোথ।

গত মাসের শুরুতেও লিগে পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল আতলেতিকো। এবার কাতালান দলটির চেয়ে এক ম্যাচ কম খেলেও ৩ পয়েন্ট এগিয়ে বছর শেষ করল তারা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৪১। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনার পয়েন্ট ৩৮।

লিগে বাজে সময় আরও দীর্ঘায়িত হলো হানসি ফ্লিকের দলের। মৌসুমের প্রথম ১২ ম্যাচের ১১টিতে জেতা দলটি পরের ৭ ম্যাচের মধ্যে হেরেছে ৪টিতেই। জয় একটিতে, বাকি দুটি ড্র। এছাড়াও ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল তারা।

মন্তব্য করুন: