শীতকালীন বিরতি পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন বার্সা কোচ

২২ ডিসেম্বর ২০২৪

শীতকালীন বিরতি পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন বার্সা কোচ

দুর্দান্তভাবে মৌসুম শুরুর পর আচমকাই খেই হারিয়ে ফেলেছে বার্সেলোনা। লা লিগায় ঘরের মাঠে টানা তিন পরাজয়ে শীর্ষস্থান হারিয়ে বছর শেষ করতে হয়েছে তাদের। তবে হতাশ হচ্ছেন না কোন হানসি ফ্লিক। শীতকালীন বিরতিটি সঠিক সময়ে এসেছে বলে জানিয়েছেন বার্সেলোনা কোচ।

শনিবার ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে - ব্যবধানে হারে কাতালান ক্লাবটি। আর এই জয়ে ফ্লিকের দলকে সরিয়ে শীর্ষস্থান দখল করল আতলেতিকো। ১৮ বছরেরও বেশি সময় পর বার্সেলোনার মাঠে জয় পেল মাদ্রিদের দলটি।

অন্যদিকে লা লিগায় টানা তিন ম্যাচে জয়হীন থাকল বার্সেলোনা। গত সাত ম্যাচে তারা সম্ভাব্য ২১ পয়েন্টের মধ্যে মাত্র পয়েন্ট পেয়েছে। এর আগে ঘরের মাঠে লেগানেস লাস পালমাসের মতো শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলের কাছে হারতে হয়েছে তাদের

তবে এরপরেও আতলেতিকোর বিপক্ষে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট ফ্লিক। শীতকালীন বিরতি দলের ছন্দ পুনরুদ্ধারে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

আজকের পারফরম্যান্স ছিল অসাধারণ। সম্ভবত এই বিরতিটি সঠিক সময়ে এসেছে। আমরা যেভাবে খেলেছি আমি তার প্রশংসা করি। তবে আমাদের এসব থেকে শিখতে হবে। পয়েন্ট হারানো স্বাভাবিক নয়। আমাদের নিয়ে কাজ করতে হবে।

লাস পালমাস লেগানেসের বিপক্ষে হার অতীত। আমরা বিরতির পর দেখাবো যে আমরা কতটা শক্তিশালী। আমরা পরাজয়ে হতাশ, কিন্তু জীবন চলতেই থাকে।

নিজের তরুণ দল নিয়ে গর্বিত ফ্লিক। তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে কাজ করার কথাও জানান বায়ার্ন মিউনিখের এই সাবেক কোচ।

আমি অনুশীলনে যাওয়ার জন্য যখন সকাল সাড়ে ৬টায় গাড়িতে উঠি, তখন আমি খুশি কারণ আমি এই খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে পারি। এখন ড্রেসিং রুমের আবহ ভালো নয়, কিন্তু এটাই ফুটবল। আমরা অবশ্যই ফিরে আসব।

আমাদের আত্মবিশ্বাস তৈরি করতে হবে এবং খেলোয়াড়দের তাদের পারফরম্যান্স নিয়ে গর্বিত করতে হবে। মিউনিখে (বায়ার্ন) অভিজ্ঞ খেলোয়াড়দের একটি দল ছিল। তবে আমি এই তরুণ এবং প্রতিভাবান দল নিয়ে খুশি।

১৯ ম্যাচে ১২ জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আতলেতিকো। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

মন্তব্য করুন: