আত্মসমালোচনায় ঘুরে দাঁড়িয়েছে এমবাপ্পে: রিয়াল কোচ
২৩ ডিসেম্বর ২০২৪
বাজে সময়কে পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সেভিয়াকে ৪-২ গোলে হারানোর পর কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আত্মসমালোচনার মাধ্যমে কঠিন সময় কাটিয়ে উঠেছে তারা। এটি কিলিয়ান এমবাপ্পেকে দলের সঙ্গে মানিয়ে নিতেও সহায়তা করেছে বলে মনে করছেন তিনি।
রোববার ঘরের মাঠে দশম মিনিটে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর ব্রাহিম দিয়াসের গোলেও সহায়তা করেন এই ফরাসি তারকা। দলের বাকি দুটি গোল করেন ফেদে ভালভের্দে ও রদ্রিগো।
রিয়ালের আক্রমণভাগকে নেতৃত্ব দিয়ে সবশেষ আট ম্যাচে ছয় গোল করেছেন এমবাপ্পে। ২৬ বছর বয়সী এই তারকার নৈপুণ্যে সেভিয়ার বিপক্ষে পাওয়া জয়ে বার্সেলোনাকে সরিয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগে তালিকার দুইয়ে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে শীতকালীন বিরতিতে যাচ্ছে তারা।
তবে মৌসুমের শুরুতে রিয়ালে যোগ দেওয়ার পর দলের সঙ্গে এমবাপ্পের মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়। আচমকা পারফরম্যান্সে ছন্দপতন এবং দু’দফায় চোটের কারণে নিজের সেরাটা দিতে পারছিলেন না। এর প্রভাব পড়ে রিয়ালের সামগ্রিক পারফরম্যান্সেও। মৌসুমের শুরুতে তারা বার্সেলোনার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিল। গত অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল আনচেলত্তির দল।
জয় দিয়ে বছর শেষ করার পর রিয়াল কোচ স্বীকার করেন, দলের মনোভাব এবং সম্মিলিত প্রচেষ্টার অভাব তাদের পেছনে টেনে ধরেছিল। তবে আত্মসমালোচনা তাদের সঠিক ছন্দ খুঁজে পেতে সহায়তা করেছে।
“(চ্যাম্পিয়নস লিগে) এসি মিলানের বিপক্ষে হারার পর আমরা ড্রেসিং রুমে খুব স্পষ্টভাবে কথা বলে নিজেদের অবস্থা তুলে ধরেছিলাম। আত্মসমালোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি, আমাদের সঠিক মনোভাব, সম্মিলিত প্রতিশ্রুতি এবং কিছুটা বেশি পরিশ্রমের ঘাটতি ছিল।”
এমবাপ্পের মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রতি আস্থা প্রকাশ করে আনচেলত্তি বলেন “এমবাপ্পে আত্মসমালোচনা করেছে এবং এ কারণেই সে এমন একটি পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে, যা জটিল হতে পারত। তার মানিয়ে নেওয়ার সময় শেষ হয়েছে এবং আজ সে দেখিয়েছে যে, আমি মাঝে মাঝে সঠিক বলি।”
মন্তব্য করুন: