আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে গুয়ার্দিওলার শঙ্কা

২৬ ডিসেম্বর ২০২৪

আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে গুয়ার্দিওলার শঙ্কা

ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচ হেরেই চলেছে ম্যানচেস্টার সিটি। এমন অবস্থায় আগামী মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কোচ পেপ গুয়ার্দিওলা।

চলতি মৌসুমের শুরুটা ভালোভাবেই করেছিল সিটি। কিন্তু গত নভেম্বরের শুরু থেকে আচমকাই ছন্দপতনের শুরু হয় সবশেষ টানা চার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের। সময় লিগে নিজেদের আট ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে গুয়ার্দিওলার দল, হেরেছে ছয় ম্যাচে। একের পর এক ম্যাচ হেরে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার সাত নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে ১২ পয়েন্টে।

চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে তালিকার সেরা চারে থেকে মৌসুম শেষ করতে হবে সিটিকে। সেক্ষেত্রে বর্তমানে চতুর্থ স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে পয়েন্ট পিছিয়ে আছে তারা। 

লিগ ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলা বলেন, "আমি আগেও বলেছিলাম, তখন মানুষ হেসেছিল। তারা বলেছিল, ‘চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করা কোনো বড় সাফল্য নয়। কিন্তু আমি জানি এটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ এই দেশে অনেক ক্লাবের ক্ষেত্রে এটি ঘটেছে।

তারা অনেক বছর চ্যাম্পিয়নস লিগে নিজেদের কর্তৃত্ব দেখিয়েছে। এরপর অনেক বছর তারা কোয়ালিফাই করতে পারেনি। গত কয়েক বছরে একমাত্র দল যারা নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে ছিল, সেটা ম্যানচেস্টার সিটি। এখন আমরা ঝুঁকির মধ্যে আছি।

মন্তব্য করুন: