সিটি-ইউনাইটেডের হতাশার দিন, উড়ছে লিভারপুল

২৭ ডিসেম্বর ২০২৪

সিটি-ইউনাইটেডের হতাশার দিন, উড়ছে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশাজনক সময়কে যেন কিছুতেই পিছে ফেলতে পারছে না ম্যানচেস্টারের ক্লাব দুটি। আর্লিং হলান্দের পেনাল্টি মিসে এবার এভারটনের কাছে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১০ জনের দল নিয়ে উলভারহ্যাম্পটনের কাছে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লেস্টার সিটিকে হারিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে লিভারপুল।

বৃহস্পতিবার ঘরের মাঠে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা এভারটনের সঙ্গে - গোলে ড্র করে সিটি। ম্যাচের ১৪তম মিনিটে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়া পেপ গুয়ার্দিওলার দল গোল হজম করে ৩৬তম মিনিটে। তবে দ্বিতীয়ার্ধে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি হলান্দ।

৫৩তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন এই নরওয়েজিয়ান গোলমেশিন। সিটির জার্সিতে সবশেষ ১২ ম্যাচে এই স্ট্রাইকারের গোল মাত্র ৪টি। পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষের ওপর আক্রমণের ছড়ি ঘোরাতে থাকলেও আর কোনো গোলের দেখা পায়নি বর্তমান চ্যাম্পিয়নরা।

এই নিয়ে সবশেষ লিগ ম্যাচে ৮টিতেই জয়হীন থাকল সিটি। হেরেছে ম্যাচে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার সাত নম্বরে আছে গুয়ার্দিওলার দল।

১০ জনের দল নিয়ে উলভারহ্যাম্পটনের কাছে হেরেছে ম্যান ইউদিনের আরেক ম্যাচে ব্রুনে ফের্নান্দেসের লাল কার্ডের পর উলভসের কাছে - গোলে হারে ইউনাইডেট। অবনমন অঞ্চলে থাকা প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৪৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফের্নান্দেস। এর ১১ মিনিট পর প্রথম গোল হজম করে রুবেন আমুরির দল। যোগ করা সময়ের নবম মিনিটে আরেকটি গোল হজম করে তারা।

নতুন কোচ আমুরির অধীনে লিগে সবশেষ ম্যাচের ৪টিতেই হারল ইউনাইটেড। একমাত্র জয়টি আসে দুই সপ্তাহ আগে নগরপ্রতিদ্বন্দ্বী সিটির বিপক্ষে। গত সপ্তাহে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে - গোলে বিধ্বস্ত হয় তারা। ১৮ ম্যাচে জয় হারে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে আছে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি।

লিভারপুলের জয়রথ চলছেইঅন্য ম্যাচে অ্যানফিল্ডে শুরুতে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লেস্টারের বিপক্ষে - গোলের জয় তুলে নেয় লিভারপুল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল আর্নে স্লটের দল।

ষষ্ঠ মিনিটে গোল হজম করা অলরেডদের সমতায় ফিরতে অপেক্ষা করতে হয় বিরতির আগ পর্যন্ত। যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে সমতায় ফেরান কোটি গাপকো। বিরতির পর ব্যবধান বাড়ান কার্টিস জোন্স। আর ৮২তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন মোহাম্মদ সালাহ। চলতি মৌসুমে লিগে মিশরীয় এই তারকার এটি ১৬তম গোল।

১৭ ম্যাচে ১৩ জয়ে ৪২ পয়েন্ট লিভারপুলের। ফুলহ্যামের কাছে - গোলে হেরে যাওয়া চেলসির পয়েন্ট ৩৫। তারা ম্যাচ খেলেছে ১৮টি।

মন্তব্য করুন: