লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতাতে আশাবাদী সালাহ 

২৭ ডিসেম্বর ২০২৪

লিভারপুলকে প্রিমিয়ার লিগ জেতাতে আশাবাদী সালাহ 

লিভারপুলের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত সময় পার করছেন মোহাম্মদ সালাহ। তার নৈপুণ্যে দলও ভালো সময় পার করছে। অলরেডদের এমন পারফরম্যান্সে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে আশাবাদী মিশরীয় এই তারকা। সালাহ মনে করছেন, এই মৌসুমটি অন্যান্য মৌসুমের চেয়ে ভিন্ন। 

বৃহস্পতিবার অ্যানফিল্ডে লিগ ম্যাচে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে তালিকায় ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে আছে লিভারপুল।

চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সালাহর। ক্লাব থেকে এখনও চুক্তি নবায়নের প্রস্তাব না পাওয়ায় আগেই মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ার ইঙ্গিত দেন তিনি। তবে শিরোপা লড়াই চালিয়ে যাওয়ার জন্য সতীর্থদের কাছে আহ্বান জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচ শেষে অ্যামাজন প্রাইমকে সালাহ বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। আশা করি, আমরা প্রিমিয়ার লিগ জিতব। এটা দারুণ, তবে আমাদের প্রতিটি ম্যাচে মনোযোগ দিতে হবে এবং আশা করি আমরা এভাবেই এগিয়ে যাব। 

"এ বছর এটা ভিন্ন মনে হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বিনয়ী থাকা। এই শিরোপা অনেক স্পেশাল। আশা করি আমরা প্রিমিয়ার লিগ জিতব, এবং এই ক্লাবের জন্য এটা আমার স্বপ্ন।"

লেস্টারের বিপক্ষে ম্যাচে দলের হয়ে তৃতীয় গোলটি করেন সালাহ, যা ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ঘরের মাঠে তার ১০০তম গোল। এছাড়াও চলতি মৌসুমে লিগে ১৬ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন ৩২ বছর বয়সী এই তারকা। এছাড়াও ১১ গোলে সহায়তা করে আছেন এই তালিকার সবার ওপরে।

ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে, সালাহ তার চুক্তি পরিস্থিতি নিয়ে কথা এড়িয়ে যান। বর্তমান চুক্তি অনুযায়ী, ১ জানুয়ারি থেকে তিনি অন্যান্য ক্লাবের সঙ্গে ফ্রি ট্রান্সফারের জন্য আলোচনা করতে পারবেন। 

মন্তব্য করুন: