৫ ম্যাচ পর সিটির জয়ে স্বস্তিতে গুয়ার্দিওলা
৩০ ডিসেম্বর ২০২৪
সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার সিটি। সবশেষ জয়টিও এসেছিল পাঁচ ম্যাচ আগে। তবে বছরের শেষ ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সেটিও এসেছে কোচ পেপ গুয়ার্দিওলার ৫০০তম ম্যাচে। আর এমন জয়ে আনন্দের চেয়ে স্বস্তিই বেশি সিটি কোচের।
রোববার লিগ ম্যাচে লেস্টার সিটির মাঠে ২-০ গোলের জয় পায় সিটি। দলের হয়ে গোল দুটি করেন সাভিনিও ও আর্লিং হলান্দ।
লিগে গুয়ার্দিওলার দলের সবশেষ পাঁচ ম্যাচে এটি প্রথম জয়, যা আপাতত ৩১ পয়েন্ট নিয়ে তাদের তালিকার পঞ্চম স্থানে নিয়ে গেছে। শীর্ষে থাকা এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে এখনও ১৪ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
ম্যাচ শেষে স্বস্তির জয় পাওয়ার পর গুয়ার্দিওলা বলেন, “শুধু স্বস্তি — এই শব্দটাই আমাদের অনুভূতি বোঝানোর জন্য যথেষ্ট। আগে আমরা অসাধারণ কিছু করেছি। আর এখন আমরা ম্যাচ জিততে সংগ্রাম করছি, তাই এই মুহূর্তে শুধু স্বস্তি।”
“এই জয় আমাদের সবার দরকার ছিল। এটা আদর্শ পারফরম্যান্স ছিল না। তবে আশা করি জয়গুলো আমাদের মনোভাবকে ইতিবাচক দিকে নিয়ে যাবে।”
জয় পেলেও দলের দুর্বলতার কথা স্বীকার করে বিবিসিকে গুয়ার্দিওলা জানান, এই মৌসুমে তাদের লিগ শিরোপা ধরে রাখার আর কোনো সম্ভাবনা নেই।
“আমরা ৯০ মিনিট টিকে থাকতে পারছি না। আজ আবারও সেটা প্রমাণ হলো। ফল অর্জনের মাধ্যমে আমরা আমাদের মানসিকতা পরিষ্কার করতে পারি। প্রিমিয়ার লিগ জয়ের জন্য আমরা অনেক দূরে। আমরা মেনে নিয়েছি যে, এই মৌসুমে লিগ জেতার আর কোনো সুযোগ নেই। তবে আমাদের সামনে অন্য লক্ষ্য রয়েছে – এফএ কাপ ও শীর্ষ চারে জায়গা করে নেওয়া।”
মন্তব্য করুন: