টানা হারে রেলিগেশনের শঙ্কায় ম্যান ইউ: আমুরি
৩১ ডিসেম্বর ২০২৪
কোচ বদলানোর পরেও ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে সময়কে একদমই পেছনে ফেলতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ দুই ম্যাচে হারের পর এবার তারা হেরে গেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। আর এমন হতাশাজনক অবস্থায় লিগ থেকে দলের রেলিগেশনের আলোচনা উঠে আসাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন কোচ রুবেন আমুরি।
সোমবার ঘরের মাঠে নিউক্যাসলের কাছে ২-০ গোলে হারে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সবশেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে তারা ১৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে, যা রেলিগেশন অঞ্চলের কাছাকাছি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয় নিয়ে আমুরি বলেন, “আমি মনে করি রেলিগেশনের একটি সম্ভাবনা আছে। সমর্থকদের সঙ্গে এই বিষয়ে আমাদের পরিষ্কার থাকতে হবে। আমাদের কিছু পরিবর্তন করতে হবে। তবে এই মৌসুম সবার জন্য খুব কঠিন হতে চলেছে। এটি আমাদের আরও শক্তিশালী করতে পারে এবং আমাদের লড়াই করতে হবে।”
ইউনাইটেডের সঙ্গে কোচিং ক্যারিয়ারের শুরুটা একদমই ভালো করতে পারেননি আমুরি। গত নভেম্বরে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটির দায়িত্ব নেওয়ার পর থেকে তার অধীনে প্রথম আট লিগ ম্যাচের মধ্যে পাঁচটিতে হারের মুখ দেখেছে ইউনাইটেড। এটি গত ১০৩ বছরে ইউনাইটেডের কোনো কোচের সবচেয়ে বাজে রেকর্ড।
দলের এমন পারফরম্যান্সের নিজের দায় দেখা আমুরি বলেন, “এটি আমারও দোষ, কারণ আমি মনে করি দলের কোনো উন্নতি হয়নি। এই মুহূর্তে দল কিছুটা বিভ্রান্ত। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে অনেক ম্যাচ হারানো লজ্জার বিষয়। তবে আমাদের এই কঠিন মুহূর্তগুলোকে মোকাবেলা করতে হবে।”
অন্যদিকে স্কাই স্পোর্টসের বিশ্লেষক এবং ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল নতুন কোচ ৩৯ বছর বয়সী আমুরির জন্য সময়টাকে বেশ কঠিন বলে মনে করছেন।
“ম্যানচেস্টার ইউনাইটেড এবং রুবেন আমুরির জন্য এটি একটি উদ্বেগজনক সময়। তিনি তরুণ কোচ হিসেবে বড় কাজটি বুঝতে পেরেছিলেন। তবে এটি তার ধারণার চেয়ে অনেক বড়।… সবদিক দিয়ে এই ইউনাইটেড এখন দেশের সবচেয়ে বাজে দল।”
আগামী রোববার নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে ইউনাইটেড।
মন্তব্য করুন: