মৌসুমের মাঝপথে ওলমোকে হারানোর শঙ্কায় বার্সেলোনা
১ জানুয়ারি ২০২৫
চলতি মৌসুমের শুরুতে অর্থের বিনিময়ে কেবল দানি ওলমো ও পাউ ভিক্তরকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। কিন্তু মৌসুমের মাঝপথেই এই দুই ফুটবলারকে হারানোর শঙ্কায় পড়েছে তারা। তবে তাদেরকে নতুন করে নিবন্ধনের জন্য মঙ্গলবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আবেদন করেছে কাতালান ক্লাবটি।
গত আগস্টে প্রায় ৫ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে ওলমোকে দলে নেয় বার্সেলোনা। কিন্তু আয়ের সঙ্গে সঙ্গতি রেখে খেলোয়াড়েরর বেতন ও ট্রান্সফারের জন্য বেধে দেওয়া খরচের সীমা অতিক্রম করে ফলায় এই স্প্যানিশ মিডফিল্ডারকে নিবন্ধন করতে পারেনি তারা।
এরপর আরেক ফুটবলার চোটে পড়লে ওলমোকে জরুরিভিত্তিতে নিবন্ধন করে বার্সেলোনা। কিন্তু সেটির মেয়াদ ছিল কেবল মৌসুমের প্রথম ভাগ পর্যন্তই। একই কারণে জিরোনা থেকে দলে নেওয়া ফরোয়ার্ড ভিক্তরকেও মৌসুমের প্রথমার্ধ পর্যন্ত নিবন্ধন করতে পারে ক্লাবটি।
স্থায়ীভাবে এই দুই ফুটবলারকে নিবন্ধন করার জন্য স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সময় পেয়েছিল বার্সেলোনা। তার কয়েক ঘণ্টা আগে নতুন করে নিবন্ধনের জন্য আবেদনের ঘোষণা দেয় তারা।
বার্সেলোনার তরফ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, “বার্সেলোনা জানাচ্ছে যে, ক্লাব দানি ওলমো ও পাউ ভিক্তরের নতুন লাইসেন্সের জন্য আরএফইএফ-এ আবেদন করেছে।”
মৌসুমের শুরুতে চোটের কারণে দলের বাইরে থাকা খেলোয়াড়দের বেতনের অংশ ব্যবহার করে ওলমো ও ভিক্তরকে নিবন্ধন করেছিল বার্সেলোনা। এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১৫ ম্যাচে ৬ গোল করেছেন ওলমো।
নিবন্ধনের সময়সীমা পেরিয়ে গেলে ওলমো ও ভিক্তর ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তবে বার্সেলোনা আর্থিক শর্ত পূরণ করতে পারলে ফেব্রুয়ারিতে শীতকালীন দলবদল বন্ধ হওয়ার আগে তাদের আবার নিবন্ধন করতে পারবে। কিন্তু আরএফইএফের নিয়ম অনুযায়ী, একই মৌসুমে একই ক্লাবের হয়ে দুই বার সাইন করা সম্ভব নয়।
বর্তমানে ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আছে বার্সেলোনা। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ আছে তালিকার শীর্ষে। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।
মন্তব্য করুন: