লাল কার্ড দেখার পর দলের কাছে ক্ষমা চাইলেন ভিনিসুস

৪ জানুয়ারি ২০২৫

লাল কার্ড দেখার পর দলের কাছে ক্ষমা চাইলেন ভিনিসুস

জুড বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে ২০২৫ সালের প্রথম লা লিগা ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে দল পিছিয়ে থাকা অবস্থায় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ভিনিসুস জুনিয়র। আর ম্যাচ শেষে এই ঘটনায় সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

শুক্রবার ভালেন্সিয়ার মাঠে ১০ জনের দল নিয়ে - গোলের জয় পায় রিয়াল। প্রথমার্ধে গোল হজমের পর সমতায় ফিরতে লিগের বর্তমান চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয় ৮৫তম মিনিট পর্যন্ত। বদলি হিসেবে মাঠে নেমে গোল করেন লুকা মদ্রিচ। আর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন বেলিংহ্যাম।

অবশ্য আরও আগেই ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বেলিংহ্যাম। এছাড়াও কিলিয়ান এমবাপ্পে একবার বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়।

পিছিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৭৯তম মিনিটে ভালেন্সিয়া গোলরক্ষককে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসুস। রেফারির এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হয়ে তখনই প্রতিক্রিয়া দেখান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে তাকে সেখান থেকে সরিয়ে আনেন সতীর্থ আন্টোনিও রুডিগার দলের গোলরক্ষক কোচ।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভিনিসুস লেখেন, “দুঃখিত, এবং ধন্যবাদ টিম!”

রিয়ালের হয়ে এই নিয়ে দ্বিতীয়বার লাল কার্ড দেখলেন ভিনিসুস। দুটিই এসেছে ভালেন্সিয়ার মাঠ মেস্তায়া স্টেডিয়ামে। ২০২৩ সালের ২১ মে ভিনিসুস প্রথমবারের মতো লাল কার্ড দেখেন। সেই ম্যাচে ভালেন্সিয়া সমর্থকদের বর্ণবাদী আচরণের প্রতিবাদ করতে গিয়ে দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন এই রিয়াল তারকা। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, তারা ভিনিসুসের লাল কার্ডের বিরুদ্ধে আপিল করবে। 

আমরা মনে করি, এটি সরাসরি লাল কার্ডের মতো কিছু ছিল না। পেনাল্টি মিস গোল বাতিলের পর দল ঘুরে দাঁড়িয়েছে। প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স কতটা হতাশাজনক এবং দ্বিতীয়ার্ধে কতটা ভালো ছিল তা ব্যাখ্যা করা মুশকিল। আমাদের দুই রকম খেললে চলবে না।

আমরা এই লাল কার্ডের বিরুদ্ধে আপিল করব। তবে সেটি মঞ্জুর হবে কিনা জানি না। আমাদের মতে এটা লাল কার্ড ছিল না।আমি জানি না, ভিনিসুস পরবর্তী ম্যাচে খেলতে পারবে। তবে আশা করছি। সে আমাদের জন্য এখনও গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ৪১ পয়েন্ট নিয়ে তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা আতলেতিকো মাদ্রিদ আছে পরের অবস্থানে। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

মন্তব্য করুন: