ম্যান সিটির হতাশাজনক পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিলেন গুয়ার্দিওলা
৪ জানুয়ারি ২০২৫
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির হতাশাজনক পারফরম্যান্সের জন্য নিজেকেই দায়ী করেছেন কোচ পেপ গুয়ার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ১০ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়ের দেখা পাওয়া গত চার মৌসুমের চ্যাম্পিয়নরা বর্তমানে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে।
১৯ ম্যাচে ৩১ পয়েন্ট পাওয়া সিটি বর্তমানে তালিকার শীর্ষে থাকা এক ম্যাচ কম খেলা লিভারপুলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে।
শিরোপা ধরে রাখার উদ্দেশে দুর্দান্তভাবে মৌসুম শুরু করা সিটি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোটের সমস্যায় ভুগছে। ২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি, গোলরক্ষক এদেরসন, ডিফেন্ডার জন স্টোনস ও রুবেন দিয়াসসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বর্তমানে চোটের কারণে বাইরে আছেন।
শনিবার ইতিহাদ স্টেডিয়ামে তালিকার ১৩ নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে গুয়ার্দিওলার দল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে সিটি কোচ বলেন, “অনেক অনেক কিছু আছে এবং আমি কিছু ভুল করেছি, যা আমি ঠিকমতো করতে পারিনি। শেষ পর্যন্ত অনেক ম্যাচ হারালে এর দায় কোচের ওপরই বর্তায়। দলটির আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং আমি তা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছি।”
“প্রথমেই এটি আমার দায়। এটি খেলোয়াড়দের নয়। তাদের আত্মবিশ্বাস কমে গেছে, যা স্বাভাবিক। গত মৌসুমেও একই ধরনের পরিস্থিতি হয়েছিল। আমি নিজেকে দোষ দিচ্ছি। এটি বলার জন্য নয় যে 'পেপ কত ভালো', বরং এটি সত্য। আমি খেলোয়াড়দের নেতৃত্ব দিচ্ছি এবং তাদের মানসিকতা বাড়াতে পারিনি। এটাই বাস্তবতা।”
গত সপ্তাহে লেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের মুখ দেখে সিটি।
মন্তব্য করুন: