লিভারপুলের সঙ্গে চুক্তি থেকে অনেক দূরে সালাহ
৪ জানুয়ারি ২০২৫
লিভারপুলের হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকলেও এখন পর্যন্ত ক্লাবের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি মোহাম্মদ সালাহর। ফলে অলরেডদের হয়ে এটিই তার শেষ মৌসুম হতে চলেছে বলে আভাস দিয়েছেন এই মিশরীয় তারকা।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা সালাহ এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন। তার এমন পারফরম্যান্সে তালিকার দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল।
চলতি মৌসুম শেষে লিভারপুলের সঙ্গে শেষ হবে সালাহর চুক্তির মেয়াদ। তবে নতুন চুক্তি নিয়ে এই ফরোয়ার্ডের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের কয়েক মাস ধরে আলোচনা চললেও এখনও কোনো সমঝোতায় পৌঁছায়নি। এরই প্রেক্ষিতে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী এই ফুটলার জানান মৌসুম শেষে তিনি ক্লাব ছাড়তে পারেন।
“চুক্তির শেষ ছয় মাস চলছে, তবুও কোনো অগ্রগতি নেই। আমরা একেবারেই দূরে আছি সমঝোতা থেকে। তাই অপেক্ষা করে দেখতে হবে কী হয়।”
এই মৌসুমে দলের হয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে সালাহ বলেন, “আমার তালিকার প্রথম লক্ষ্য ছিল লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জেতা। গত সাত বা আট বছরে দেওয়া প্রতিটি সাক্ষাৎকারে আমি বলেছি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই। কিন্তু এবার প্রথমবারের মতো বলছি যে, আমি সত্যিই প্রিমিয়ার লিগ জিততে চাই।”
এর কারণ জানতে চাওয়া হলে লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ২৩১ গোল করা এই ফুটবলার বলেন, “আসলে আমার কোনো ধারণা নেই। সম্ভবত আমরা আগের শিরোপাটি যেভাবে চেয়েছিলাম সেভাবে উদযাপন করতে পারিনি, তাই। পাশাপাশি এটিও মনে হচ্ছিল যে, এটি ক্লাবের হয়ে আমার শেষ বছর। তাই শহরটির জন্য কিছু বিশেষ করতে চাই।”
“আমরা সেই শিরোপার জন্য ৩০ বছর অপেক্ষা করেছি। কিন্তু যখন জিতলাম তখন মহামারি চলছিল। ফলে আমরা সঠিকভাবে উদযাপন করতে পারিনি। এটা মোটেও ভালো অনুভূতি নয়। তাই আশা করি এবার আমরা তা করতে পারব।”
মন্তব্য করুন: