লিভারপুলকে রুখে দিয়ে ম্যান ইউ কোচের আরও চাওয়া
৬ জানুয়ারি ২০২৫
প্রিমিয়ার লিগে নিজেদের চলমান হতাশাজনক সময়ের মাঝে দারুণ পারফর্ম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা। দলের খেলা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ রুবেন আমুরি। তবে শিষ্যদের পারফরম্যান্স আরও ভালো হতে পারত বলে মনে করেন তিনি।
রোববার অ্যানফিল্ডে ২০১৮ সালের পর প্রথমবারের মতো গোলের দেখা পায় ইউনাইটেড। লিসান্দ্রো মার্তিনেস দলকে প্রথমে এগিয়ে দেওয়ার পর দুই গোল হজম করে তারা। ৮০তম মিনিটে ইউনাইটেডকে সমতায় ফেরান আমাদ দিয়েলো। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় নিয়ে গত সপ্তাহেই রেলিগেশন শঙ্কার কথা জানিয়েছিলেন আমুরি। তবে লিগের সেরা দলের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর শিষ্যদের প্রশংসায় ভাসান তিনি।
ম্যাচ শেষে সাংবাদিকদের ইউনাইটেড কোচ বলেন, “আজ আমরা একটি দল ছিলাম। আমি চাই আমার দল আরও ভালো খেলুক। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকতা। মানসিকতাই সবকিছুর চাবিকাঠি। আজ আমরা একটি ভিন্ন দল ছিলাম। এটা সিস্টেম বা কৌশলগত কারণে নয়, বরং ম্যাচের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির কারণে।”
এই ড্রয়ে ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে তারা ৬ পয়েন্ট এগিয়ে।
তবে ম্যাচে ইউনাইটেডের অন্যতম সেরা পারফর্মার অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস এই ড্রয়ের ফলে হতাশ।
“আমি সত্যিই বিরক্ত। যদি আমরা লিভারপুলের মতো দলের বিপক্ষে এমন খেলা দেখাতে পারি, তাহলে কেন আমরা এটা সব জায়গায় করতে পারি না? এটা খুবই পরিষ্কার। আমরা ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরেছি, কিছু ম্যাচে আমরা রক্ষণে কিছুই করিনি এবং দুই গোল হজম করেছি।”
আগামী রোববার এফএ কাপে তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে ইউনাইটেড। এক সপ্তাহের বিরতি পাওয়ায় দলকে ভালোভাবে অনুশীলন করতে পারবেন বলে আশাবাদী আমুরি।
“আমি এটা অজুহাত হিসেবে ব্যবহার করতে চাই না, তবে অবশ্যই যখন আপনি প্রশিক্ষণ করেন, তখন আপনি খেলার ধরন, পজিশনিং এবং সতীর্থদের বৈশিষ্ট্য আরও ভালোভাবে বুঝতে পারেন। তবে আজকের ম্যাচে আমি এসব বলতে চাই না।”
মন্তব্য করুন: