লাল কার্ডের ঘটনায় ২ ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসুস
৮ জানুয়ারি ২০২৫
ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ভিনিসুস জুনিয়র। এ ঘটনায় রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ডকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
মঙ্গলবার এক বিবৃতিতে ভিনিসুসের শাস্তির বিষয়টি জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞা কেবল লা লিগার দুটি ম্যাচের জন্য কার্যকর হবে। ফলে বৃহস্পতিবার মায়োর্কার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালের ম্যাচে খেলতে পারবেন ভিনিসুস।
গত শুক্রবার ভালেন্সিয়ার মাঠে ম্যাচের ৭৯তম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষককে চড় মেরে সরাসরি লাল কার্ড দেখেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সে সময় ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। এরপর রেফারির ওপর ভিনিসুস চড়াও হলে তাকে সেখান থেকে টেনে সরিয়ে আনেন সতীর্থ আন্টোনিও রুডিগার ও দলের গোলকিপার কোচ। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়ে ২-১ গোলের জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
নিষেধাজ্ঞার কারণে লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে লিগ ম্যাচে ভিনিসুসকে ছাড়া মাঠে নামতে হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়ালকে।
মন্তব্য করুন: