সুপার কাপ ফাইনালের এল ক্লাসিকো উপভোগ্য হবে, ধারণা রিয়াল কোচের
১০ জানুয়ারি ২০২৫
টানা তৃতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এবারের শিরোপা লড়াইয়ে সমর্থকরা উপভোগ করবেন বলে মনে করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় সেমি-ফাইনালে জুড বেলিংহ্যাম ও রদ্রিগোর লক্ষ্যভেদে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে রিয়াল। আগের দিন শেষ চারের প্রথম লড়াইয়ে আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারায় বার্সেলোনা।
রোববার জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে দুই দলের শিরোপা লড়াইটি হতে যাচ্ছে এবারের মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো। এই ম্যাচ জিতলে বার্সেলোনার সমান রেকর্ড ১৪তম সুপার কাপের শিরোপা ঘরে তুলবে রিয়াল। গত বছরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৪-১ গোলে গুঁড়িয়ে শিরোপা জিতেছিল আনচেলত্তির দল। অন্যদিকে ২০২৩ সালে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা।
ম্যাচ শেষে সাম্প্রতিক সময়ে এল ক্লাসিকোয় রিয়াল-বার্সেলোনার লড়াইকে স্মরণ করিয়ে আনচেলত্তি বলেন, “ক্লাসিকো ইদানীং অনেকটাই অপ্রত্যাশিত হয়ে গেছে। গত বছর সুপার কাপে আমরা সহজে ৪-১ ব্যবধানে জিতেছিলাম। আবার বার্সেলোনার মাঠে আমরা দু'বার ৪-০ ব্যবধানে জিতেছি, কিন্তু তারা আমাদের বের্নাবেউতে ৪-০ গোলে হারিয়েছে।”
“কী ধরনের ম্যাচ হতে পারে তা বলা কঠিন। তবে এটা উপভোগ্য হবে, কারণ মাঠে অনেক মানসম্পন্ন খেলোয়াড় থাকবে। আমাদের লক্ষ্য থাকবে স্পষ্টতই বার্সেলোনার চেয়ে ভালো খেলা।”
গত মৌসুমের কোপা দেল রে ফাইনালিস্ট মায়োর্কার বিপক্ষে গোল করতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত সময় নেয় রিয়াল। ম্যাচের ৬৩তম মিনিটে দলকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এর মিনিট তিনেক পরে রদ্রিগো ও কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত দলগত প্রচেষ্টায় তৃতীয় গোলের দেখা পায় লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল।
দলের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, “আমরা ভালোভাবে শুরু করেছিলাম, কিন্তু প্রথমার্ধেই গোল করতে পারলে ভালো হতো। ভালো শুরুর পর এটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। এটা কঠিন ম্যাচ ছিল কারণ মায়োর্কা তাদের সেরাটা খেলেছে। বেশ দৃঢ়ভাবে রক্ষণভাগ সামলিয়েছে।”
মন্তব্য করুন: