২০৩০ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে দিয়ালো

১০ জানুয়ারি ২০২৫

২০৩০ সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে দিয়ালো

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চলতি মৌসুম শেষেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আমাদ দিয়ালোর। তবে কোট দে ভোয়ার তরুণ এই ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আরও সাড়ে পাঁচ বছর বাড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটি।

বৃহস্পতিবার ইউনাইটেডের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান দিয়ালো। চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৬ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।

প্রিমিয়ার লিগে দিয়ালোর শেষ গোলে গত মাসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় এবং গত রোববার লিভারপুলের বিপক্ষে সমতা নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড।

নতুন চুক্তি করে দিয়ালো বলেন, “নতুন চুক্তি করে সত্যিই আমি অনেক গর্বিত। এই ক্লাবের হয়ে ইতোমধ্যে কিছু অবিশ্বাস্য মুহূর্ত কাটিয়েছি। তবে সামনে আরও অনেক আসবে। খেলা নিয়ে আমার অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেডে আমি ইতিহাস গড়তে চাই।

২০২১ সালে ইতালিয়ান ক্লাব আন্তালান্তা থেকে ইউনাইটেডে পাড়ি জমান দিয়ালো। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে সেই থেকে ৪৯ ম্যাচে তার গোল ৯টি।

মন্তব্য করুন: