বার্সার কাছে হার ভোলেননি রিয়াল কোচ 

১১ জানুয়ারি ২০২৫

বার্সার কাছে হার ভোলেননি রিয়াল কোচ 

গত অক্টোবরে ঘরের মাঠে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে এক হালি গোল হজম করে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই পরাজয়ের ভুল থেকে শিক্ষা নিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

রোববার সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল। গত বছর তাদেরকে হারিয়েই শিরোপা জিতেছিল আনচেলত্তির শিষ্যরা।

তবে এবারের ম্যাচে মাঠে নামার আগে বেশ সতর্ক রিয়াল কোচ। কারণটা আর কিছুই নয়, বার্সেলোনার বিপক্ষে লিগ ম্যাচে ঘরের মাঠে ৪-০ গোলে হারের ক্ষতটা যে এখনও তাজা রিয়ালের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাই মনে করিয়ে দিলেন আনচেলত্তি।

প্রথম ম্যাচে কী ঘটেছিল তা আমাদের ভুলে গেলে চলবে না। তারা (বার্সেলোনা) আমাদের হারিয়েছিল। আমরা স্পষ্ট মূল্যায়ন করেছি। তাই ভালো কাজগুলোর পুনরাবৃত্তি করতে হবে এবং ভুলগুলো এড়াতে হবে। ক্লাসিকো সবসময়ই ক্লাসিকো, তবে ফাইনাল একটু বেশি চাপ নিয়ে আসে।

এই ম্যাচ জিতলে এক মাসের ভেতর দ্বিতীয় শিরোপা ঘরে তুলবে রিয়াল। গত ডিসেম্বরে ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল তারা। দ্বিতীয় শিরোপা জিততে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক রিয়াল কোচ। সুপার কাপকে একটি গুরুত্বপূর্ণ শিরোপা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা যখন সুপার কাপ জিতি না, তখন আমাদের মৌসুম ভালো কাটে না। এটি এমন একটি প্রতিযোগিতা যা আপনাকে অনেক বেশি প্রেরণা দেয়।

বার্সেলোনা একটি ঐতিহাসিক প্রতিপক্ষ এবং এই ম্যাচগুলো সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এটি আমাদের জন্য এবং তাদের জন্য কঠিন। ম্যাচের ফল আগে থেকেই অনুমান করা সম্ভব নয়।

মন্তব্য করুন: