সুপার কাপের ফাইনালে রিয়ালের মাঠের মতো খেলতে চায় বার্সা

১১ জানুয়ারি ২০২৫

সুপার কাপের ফাইনালে রিয়ালের মাঠের মতো খেলতে চায় বার্সা

কোচ হিসেবে বার্সেলোনায় প্রথম শিরোপা জয়ের জন্য হানসি ফ্লিকের সামনে বাঁধা রিয়াল মাদ্রিদ। দলের সামনেও সুযোগ গত মৌসুম শিরোপাহীন কাটানোর পর ট্রফি দিয়ে নতুন বছরের শুরু করা। আর সে লক্ষ্যে পৌঁছাতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো খেলার পরিকল্পনা করছেন বার্সেলোনা কোচ।

রোববার সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

গত অক্টোবরে সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্লিকের দল। সেই ম্যাচে হাই-লাইন ডিফেন্সের কৌশল কাজে লাগিয়ে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসুস জুনিয়র ও রদ্রিগোদের নিয়ে সাজানো রিয়ালের আক্রমণভাগকে আটকিয়ে রাখেন ফ্লিক। প্রথম ২০ মিনিটেই পাঁচবার অফসাইডের ফাঁদে পড়ে রিয়াল।

শিরোপা লড়াইয়ে নামার আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ জানান, সেই ম্যাচের মতো করেই খেলবে তার দল। একই সঙ্গে নিজেদের ভুল কমানোর তাগিদও দেন তিনি।

আমরা সে সময় ক্লাসিকোয় যেভাবে খেলেছি, আমরা বেশ ভালো করেছিলাম। আমাদের খেলার ধরন বদলানোর কোনো কারণ দেখছি না। আমরা একটি দল হয়ে খেলতে চাই। সবাইকেই অবদান রাখতে হবে। আপনি মাদ্রিদের ম্যাচের পুনরাবৃত্তি করতে পারবেন না। তবে আমরা নিজেদের সেরাটা খেলতে চাই এবং জিততে চাই।

তারা বিশ্বের সেরা দলগুলোর একটি। আমাদেরও দুর্দান্ত একটি দল রয়েছে। আমরা এটা করতে পারব।

এই ম্যাচ জিতলে ২০২২-২৩ মৌসুমের পর প্রথম কোনো শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা। সেবার রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিল তারা। তবে গত বছর তাদেরকে ৪-১ গোলে উড়িয়ে এই শিরোপা ঘরে তুলেছিল কার্লো আনচেলত্তির দল।

মন্তব্য করুন: