রিয়ালকে গোলবন্যায় ভাসিয়ে সুপার কাপের শিরোপা বার্সেলোনার
১৩ জানুয়ারি ২০২৫
পাল্টা আক্রমণ থেকে ম্যাচে শুরুতেই কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। আগের এল ক্লাসিকোর দুঃস্বপ্ন ভুলে ভালো কিছুর আশায় ছিল তারা। কিন্তু দাপুটে ফুটবলে প্রতিপক্ষের জালে প্রথমার্ধেই চারবার বল জড়াল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের অনেকটা সময় জুড়ে ১০ জনের দল নিয়ে খেললেও নাটকীয় কিছু করে দেখাতে পারল না কার্লো আনচেলত্তির দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
রোববার সৌদি আরবের জেদ্দার ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে হারায় হানসি ফ্লিকের দল। এই প্রতিযোগিতায় বার্সেলোনার এটি ১৫তম শিরোপা। গত আসরে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপা জিতেছিল আনচেলত্তির দল।
গত অক্টোবরে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় লা লিগার ম্যাচে রিয়ালের মাঠে ৪-০ গোলে জিতেছিল বার্সেলোনা। সেবার সবগুলো গোলই এসেছিল দ্বিতীয়ার্ধে।
এবার পঞ্চম মিনিটে গোল হজমের পর প্রথমার্ধে চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় রাফিনিয়া-লেভানডফস্কিরা। দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের জালে জড়ায় আরও এক গোল। তবে এর কিছুক্ষণ পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি। ১০ জনের বার্সেলোনার জালে বাকি ৪০ মিনিটের বেশি সময় কেবল একটি গোলই করতে পারে রিয়াল।
ম্যাচের শুরু থেকেই রিয়ালের ওপর আক্রমণের ছড়ি ঘোরাতে থাকে বার্সেলোনা। কিন্তু প্রথম গোলের দেখা পায় রিয়ালই। পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে ভিনিসুস জুনিয়রের পাওয়া পাস থেকে বল জালে জড়ান এমবাপ্পে। এল ক্লাসিকোয় ফরাসি এই তারকার এটি প্রথম গোল।
গোল হজমের পর রিয়ালের রক্ষণভাগে আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া বার্সেলোনা সমতায় ফেরে ২২তম মিনিটে, লামিনে ইয়ামালের গোলে। এরপর ৩৬তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রবের্ট লেভানডফস্কি। মিনিট তিনেক পর ব্যবধান আরও বাড়িয়ে দেন রাফিনিয়া। যোগ করা সময়ের দশম মিনিটে চতুর্থ গোলটি করেন আলেহান্দ্রো বাল্দে।
বিরতির পর শুরুতেই আবারও গোল হজম করে রিয়াল। ৪৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তবে ৫৬তম মিনিটে বক্সের বাইরে এসে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্ট্যান্সনি। সেখান থেকে পাওয়া ফ্রি কিকে ব্যবধান কমান রদ্রিগো। বাকিটা সময় বার্সেলোনার ওপর চাপ বাড়ালেও আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল।
শিরোপাহীন ২০২৩-২৪ মৌসুম কাটানোর পর নতুন বছরের শুরুতেই শিরোপার স্বাদ পেল বার্সেলোনা। আর স্প্যানিশ ক্লাবটির হয়ে নিজের প্রথম ফাইনালেই শিরোপা জিতলেন কোচ ফ্লিক।
মন্তব্য করুন: