পয়েন্ট খুঁইয়ে খেলোয়াড় না থাকাকে দায়ী করছেন ম্যান সিটি কোচ
১৫ জানুয়ারি ২০২৫
ফিল ফোডেনের জোড়া গোলে দীর্ঘ সময় পর্যন্ত এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এরপরই ঘটল ছন্দপতন। ১০ মিনিটের মধ্যে দুই গোল হজম করে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট খুঁইয়েছে পেপ গুয়ার্দিওলার দল। আর ম্যাচ শেষে দলের প্রধান খেলোয়াড়দের অনুপস্থিতিকেই দায়ী করেছেন তিনি।
মঙ্গলবার ব্রেন্টফোর্ডের মাঠে ২-২ গোলে ড্র করে সিটি। দলের হয়ে ৬৬তম ও ৭৮তম মিনিটে গোল দুটি করেন ইংলিশ মিডফিল্ডার ফোডেন। জয়ের অপেক্ষায় থাকা সিটির রক্ষণ ভেদ করে ৮২তম মিনিটে এক গোল শোধ দেয় ব্রেন্টফোর্ড। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরেকটি গোল করে পয়েন্ট ভাগাভাগি মাঠ ছাড়ে স্বাগতিকরা।
চোটের কারণে চলতি মৌসুমের শুরু থেকেই সিটির কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাঠের বাইরে আছে। ইতোমধ্যেই চোটে মৌসুম শেষ হয়ে গেছে দলের মাঝমাঠের অন্যতম সদস্য ব্যালন ডি’অর জয়ী রদ্রির। এছাড়াও এই তালিকায় আছেন দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডার রুবেন দিয়াস ও জন স্টোনস।
“আমাদের এখন ভিন্ন ধরনের ফুটবলার নিয়ে খেলতে হচ্ছে… শেষ পর্যন্ত আমরা পরিস্থিতি সামলাতে পারিনি। তারা (ব্রেন্টফোর্ড) ছয়-সাত জন ফুটবলার বক্সে রেখেছে, ক্রস এসেছে এবং কখনও কখনও এগুলো ভালো ছিল। তাদের এমন কিছু খেলোয়াড় আছে যারা বেশ লম্বা, (হেডিংয়ে) আমাদের চেয়ে শক্তিশালী।”
টানা জয়হীন থাকার পর লিগে সবশেষ দুই ম্যাচে জয়ের দেখা পেয়েছিল সিটি। এবার আবারও পয়েন্ট হারিয়ে ২১ ম্যাচে ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
মন্তব্য করুন: