ম্যানচেস্টার সিটির শিরোপা কেড়ে নেওয়া হলে পার্টি দেওয়ার ঘোষণা ক্লপের
১৫ জানুয়ারি ২০২৫
লিভারপুলের কোচ থাকা অবস্থায় দুইবার শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়েছিল ইয়ুর্গেন ক্লপকে। দু’বারই অলরেডরা সেই শিরোপা হারিয়েছিল ম্যানচেস্টার সিটির কাছে। তবে আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে পেপ গুয়ার্দিওলার দলের শিরোপা দুটি কেড়ে নেওয়া হলে পার্টি দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্লপ।
জার্মান এই কোচের অধীনে প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো শিরোপা জেতে লিভারপুল। এছাড়াও ক্লপের অধীনে দু’বার রানার্স-আপ হয় তারা। ২০১৮-১৯ মৌসুমে ৯৭ পয়েন্ট নিয়েও শিরোপা জিততে ব্যর্থ হয় ক্লপের দল। এরপর ২০২১-২২ মৌসুমে তারা রানার্স-আপ হয় ৯২ পয়েন্ট নিয়ে। দু’বারই তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ঘরে তোলে সিটি।
অন্যদিকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ একটি স্বাধীন কমিশনের কাছে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের ১১৫টি অভিযোগ তোলে। এসব অভিযোগ ২০০৯ থেকে ২০১৮ সালের মধ্যে সংঘটিত বলে জানানো হয়। তবে সিটি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে।
লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর বর্তমানে রেড বুলের গ্লোবাল সকারের প্রধান হিসেবে আছেন ক্লপ। নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হওয়া এই কোচের কাছে জানতে চাওয়া হয়, যদি কমিশন সিটিকে দোষী সাব্যস্ত করে এবং তাদের শিরোপাগুলো বাতিল করে, তাহলে তিনি কী করবেন।
গত বছর স্পেনের মায়োর্কায় প্রায় ৪২ লাখ পাউন্ড মূল্যে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন ক্লপ। সিটির শিরোপা কেড়ে নেওয়া হলে সেখানেই পার্টি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “আমরা এই আলোচনা করেছি যখন আমি (লিভারপুল) ছেড়েছি। আমি মায়োর্কায় খুব বেশি সময় কাটাইনি কারণ আমি সবসময় ঘুরে বেরাই। কিন্তু যদি এমন কিছু হয়, আমি সবাইকে বলব, ‘মায়োর্কার জন্য ফ্লাইট বুক কর। আমি বিয়ার কিনে দেব!’ আমরা আমার বাগানে নিজস্ব প্যারেড করব।”
তবে ক্লপ জানান, সিটির বিরুদ্ধে আনা অভিযোগের শুনানির বিষয়গুলো তিনি বিশদভাবে অনুসরণ করেননি। কবে সিদ্ধান্ত আসবে সে বিষয়েও কোনো ধারণা নেই তার।
মন্তব্য করুন: