বার্সার কাছে ভরাডুবি নিয়ে মুখ খুলতে নারাজ রিয়াল কোচ
১৫ জানুয়ারি ২০২৫
চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে বাজেভাবে হেরেছে রিয়াল মাদ্রিদ। সবশেষ স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে হেরে শিরোপা হারিয়েছে তারা। কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ের আগে সেই ম্যাচের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কার্লো আনচেলত্তি।
গত রোববার সৌদি আরবের জেদ্দায় ম্যাচের শুরুতে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়া রিয়াল প্রথমার্ধেই হজম করে ৪ গোল। বিরতির পর আরও একটি গোল হজম করে তারা। তবে এর খানিকবাদে দলের গোলরক্ষক লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। কিন্তু আর ১ গোলের বেশি শোধ দিতে পারেনি রিয়াল।
বৃহস্পতিবার কোপা দেল রেতে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দলের এমন পারফরম্যান্স নিয়ে খুব বেশি কথা বলতে আগ্রহী ছিলেন না আনচেলত্তি। তবে লজ্জাজনক হারের ম্যাচে দলের মনোভাব ও প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
“একটি বিষয় পরিষ্কার করে বলি, এটি একটি সংবাদ সম্মেলন, বিতর্কের স্থান নয়। আমি আমার কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করি। বিতর্ক শুরু করার জন্য এটা উপযুক্ত জায়গা মনে করি না আমি।”
এর আগে গত অক্টোবরে লিগ ম্যাচে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল।
২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের পর রিয়ালের পারফরম্যান্স এ মৌসুমে অনেকটাই নড়বড়ে। বিশেষ করে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার ২০ নম্বরে।
লা লিগায় ৪৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে তালিকার দ্বিতীয় স্থানে। তিনে থাকা বার্সেলোনার পিছিয়ে আছে ৫ পয়েন্টে। রিয়ালের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে আতলেতিকো মাদ্রিদ।
দলকে ঘিরে চাপ ও সমালোচনা তাকে প্রভাবিত করছে কি না, এমন প্রশ্নে আনচেলত্তি বলেন, “আমি সমালোচনার ঢেউ বুঝতে পারছি না, যেখানে একদিন আপনাকে বিশ্বের সেরা বলা হয় এবং আরেকদিন সবচেয়ে খারাপ। আমি অভিজ্ঞতা থেকে শিখেছি কে আমি এবং এসব নিয়ে উদ্বিগ্ন হই না। আমি সেরা নই, তবে সবচেয়ে খারাপও নই।”
“রোববারের হার আমাদের জন্য একটি ব্যর্থতা। তবে আমাদের এগিয়ে যেতে হবে। মৌসুম এখনও বাকি এবং আমরা প্রতিটি প্রতিযোগিতায় ভালো অবস্থানে আছি। এটি একটি খারাপ ম্যাচ ছিল, আমরা অনেক ভুল করেছি। আমরা তা মূল্যায়ন করেছি এবং সমাধান পেয়েছি। আমাদের সামনে এগোতে হবে।”
মন্তব্য করুন: