টটনামের জালে ১০ গোল দিতে না পারার আক্ষেপ আর্সেনালের
১৬ জানুয়ারি ২০২৫
ইংলিশ প্রিমিয়ার লিগে টটনাম হটস্পারকে হারিয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে আর্সেনাল। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ মিকেল আর্তেতাও। তবে জয় পেলেও তৃপ্ত হতে পারছেন না ডেক্লান রাইস। ইংলিশ এই মিডফিল্ডারের মতো, প্রতিপক্ষের জালে তাদের আরও গোল করা উচিত ছিল।
বুধবার লন্ডন ডার্বির ম্যাচে ঘরের মাঠে ২৫তম মিনিটে গোল হজম করে আর্সেনাল। তবে বিরতির আগেই ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আত্মঘাতী গোল থেকে তারা সমতায় ফেরে ৪০তম মিনিটে। এর মিনিট চারেক পর দলকে এগিয়ে দেন লিয়ান্দ্রো ত্রোসার্দ।
বিরতির পর টটনামের রক্ষণভাগে একেরপর এক আক্রমণ চালায় আর্তেতার দল। তবে কেউই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।
ম্যাচ শেষে সেই হতাশাই যেন ফুঁটে ওঠে রাইসের কণ্ঠে, “আমাদের দুর্ভাগ্য যে আমরা ১০টি গোল করতে পারিনি। এরকমই মনে হচ্ছে। প্রথম মিনিট থেকে প্রথম ৪৫ মিনিট ছিল পুরোপুরি দাপটের।”
এই ম্যাচের আগে ঘরোয়া ফুটবলে সবশেষ দুই ম্যাচেই হারের মুখ দেখে আর্সেনাল। এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে তারা। তারও আগে লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। আর প্রিমিয়ার লিগের সবশেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের সঙ্গে তারা ড্র করেছিল।
জয়ে ফিরতে টটনামের বিপক্ষে ম্যাচের জন্য বাড়তি প্রেরণার দরকার পড়েনি জানিয়ে রাইস বলেন, “স্পার্সের সঙ্গে ম্যাচের জন্য কোনো বাড়তি বার্তার প্রয়োজন নেই আমাদের। এই ম্যাচে লড়াই করার জন্য মাঠে নামতে না পারলে ফুটবল খেলারই দরকার নেই। বরং হতাশার ব্যাপার হলো যে, আমরা অন্তত আরও পাঁচ-ছয়টি গোল করতে পারতাম।”
এই জয়ে দল কঠিন মানসিক পরীক্ষা কাটিয়ে আবারও ভালোভাবে শিরোপা লড়াইয়ে ফিরেছে বলে জানান আর্সেনাল কোচ আর্তেতা।
২১ ম্যাচে ১২ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল।
মন্তব্য করুন: