নেইমারকে ছাড়া ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না: রোমারিও
১৬ জানুয়ারি ২০২৫
মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক সময়টা একদমই ভালো যাচ্ছে না ব্রাজিলের। কাতার বিশ্বকাপের পর থেকে যেন জিততেই ভুলে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ বিশ্বকাপও জিতেছে সেই ২০০২ সালে। আর এই শিরোপা খরা কাটাতে ব্রাজিলের নেইমারকে লাগবেই বলে মনে করছেন দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ১২ ম্যাচে মাত্র ৫ জয় ও ৪ হারে তালিকার পঞ্চম স্থানে আছে ব্রাজিল। সবশেষ ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই তারা জয়হীন। এই অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি সুযোগ পাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে।
অন্যদিকে ২০২৩ সালের অক্টোবর থেকে চোটের কারণে দলের বাইরে আছেন অন্যতম তারকা নেইমার। কয়েকদিন আগে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আসর। ফলে জাতীয় দলের জার্সি গায়ে শেষবারের মতো বিশ্ব মঞ্চে খেলতে সবকিছু করতে প্রস্তুত ৩২ বছর বয়সী এই তারা।
২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতার পর আর কোনো আসরের ফাইনালেও যেতে পারেনি ব্রাজিল। ঘরের মাঠে ২০১৪ সালের আসরে তারা সেমি-ফাইনাল পর্যন্ত গিয়েছিল। ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মানির কাছে ৭ গোল হজম করে বাজেভাবে হারতে হয় সেলেসাওদের। ২০২২ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় কোয়ার্টার-ফাইনাল থেকেই।
ফলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শিরোপা জিততে চাইলে নেইমারকে প্রয়োজন বলে মনে করেন রোমারিও। এক্ষেত্রে দেশটির বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।
ব্রাজিলের এক পডকাস্টে ১৯৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, “শুধু নেইমারকে সঙ্গে নিয়েই ব্রাজিলের আগামী বিশ্বকাপ জয়ের সুযোগ আছে। ১৯৬২ সালে ব্রাজিল গারিঞ্চার জন্য ব্রাজিল খেলেছে, ১৯৭০ সালে পেলের জন্য, ১৯৯৪ সালে রোমারিওর জন্য এবং ২০০২ সালে রোনালদোর জন্য। ২০২৬ সালে যদি তারা নেইমারের জন্য না খেলে, তারা জিততে পারবে না।”
মন্তব্য করুন: