৫-২ গোলে জেতা ম্যাচে রিয়ালকে দুয়ো, স্বাভাবিকভাবেই নিচ্ছেন আনচেলত্তি
১৭ জানুয়ারি ২০২৫
কোপা দেল রের শেষ ষোলোর লড়াইয়ে সেলতা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৫-২ গোলে জয়ের ম্যাচে সমর্থকদের কাছ থেকে দুয়োধ্বনি শুনেছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি এই প্রতিক্রিয়াকে স্বাভাবিক বলেই মনে করছেন। কারণ এর আগে রবিবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে লজ্জাজনকভাবে ৫-২ গোলে হারের কারণে সমর্থকদের মধ্যে হতাশা কাজ করছিল।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসুস জুনিয়রের গোলে এগিয়ে থেকে যখন জয় দেখছিল রিয়াল, তখনই গোল দুটি শোধ করে অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে যায় সেলতা। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের জোড়া গোলে কোয়ার্টার-ফাইনালে ওঠে স্বাগতিকরা। অতিরিক্ত সময়ে অপর গোলটি করেন ফেদে ভালভের্দে।
সেলতা দুই গোল শোধ করার পর সমর্থকরা দুয়োধ্বনি দেওয়া শুরু কর। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, সে সময় সমর্থকদের ক্ষোভ সত্ত্বেও তার দল দৃঢ়তা দেখিয়েছে।
“আমি এটাকে দলের প্রতি এবং কোচের প্রতি সমর্থকদের একটা সতর্কবার্তা হিসেবে দেখছি। বার্সেলোনার বিপক্ষে যা ঘটেছে, এর পর এই সতর্কবার্তা গ্রহণযোগ্য। এরপর দল ভালোভাবে খেলছে।”
“সমর্থকরা আমাদের সতর্ক করতে বিদ্রূপ করেছে, কারণ আমরা ২-০ গোলে এগিয়ে থাকার পরও ম্যাচকে জটিল করে তুলেছিলাম। তবে পরে সমর্থকরা আমাদের উৎসাহ দিয়েছেন এবং যখন সমর্থকরা চাপে রাখে, সান্তিয়াগো বার্নাবেউ চাপে রাখে, তখন সেটা আমাদের জন্য খুবই বিশেষ কিছু হয়ে ওঠে।”
“ভাগ্য ভালো যে আমরা অতিরিক্ত সময়ে ভালো খেলেছি এবং ম্যাচটি জিততে পেরেছি। তাই সবকিছু শেষ পর্যন্ত ঠিকঠাক হয়েছে।”
দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ নষ্ট করায় আনচেলত্তি দুঃখ প্রকাশ করে খেলোয়াড়দের ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ ধরে রাখার পরামর্শ দেন।
“শেষ মুহূর্তে মনোযোগের ঘাটতি হয়েছিল। আমরা দুটি ভুল করেছি এবং প্রতিপক্ষকে ম্যাচে ফিরতে দিয়েছি। আমরা প্রতিপক্ষকে দুটি গোল উপহার দিয়েছি, যখন ম্যাচটি প্রায় শেষ হওয়ার পথে ছিল। আমরা ৭০ মিনিটের বেশি সময় ধরে ভালোই খেলছিলাম।”
“এটা অবশ্যই মেনে নেওয়া যায় না। আমাদের এই ধরনের ভুল এড়াতে আরও বেশি অনুশীলন করতে হবে এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত গতি ধরে রাখতে হবে।”
কোয়ার্টার-ফাইনালে রিয়ালের সঙ্গে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা, গেটাফে, লেগানেস, ভালেন্সিয়া, ওসাসুনা ও রিয়াল সোসিয়েদাদ। ড্রয়ের মাধ্যমে আগামী সোমবার কোয়ার্টার-ফাইনালের সূচি নির্ধারণ করা হবে।
মন্তব্য করুন: