২০৩৪ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে হলান্দ
১৭ জানুয়ারি ২০২৫
ম্যানচেস্টার সিটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন আর্লিং হলান্দ। চুক্তি অনুযায়ী, ২০৩৪ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার। শুক্রবার এই গোলমেশিনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
আগের চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত সিটির সঙ্গে থাকার কথা ছিল ২৪ বছর বয়সী হলান্দের।
২০২২ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ক্লাবের হয়ে ১২৬ ম্যাচে ১১১টি গোল করেছেন হলান্দ। পেপ গুয়ার্দিওলার অধীনে নিজের প্রথম মৌসুমেই তিনি প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ট্রেবল জেতেন। লিগে সবশেষ দুই মৌসুমে সর্বোচ্চ গোল করে জিতেছেন দুটি গোল্ডেন বুটের পুরস্কার।
চুক্তি নবায়নের পর হালান্দ বলেন, “আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এখানে দীর্ঘ সময় থাকার জন্য আমি মুখিয়ে আছি। এটা আমার জন্য সহজ একটি সিদ্ধান্ত ছিল। এখন আমি নিজের উন্নতিতে পুরোপুরি মনোযোগ দিতে পারব।”
সিটির হয়ে প্রথম মৌসুমেই ইংল্যান্ডের বেশকিছু রেকর্ড ভাঙেন হলান্দ। প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে ৩৬ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ গোল করেন তিনি। গত মৌসুমে লিগে ২৭ গোল করেছিলেন এই স্ট্রাইকার। তার নৈপুণ্যে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জেতে সিটি। চলতি মৌসুমে এখন পর্যন্ত তার গোল ১৬টি।
অন্যদিকে সিটির কোচ হিসেবে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন গুয়ার্দিওলা। এই স্প্যানিশ কোচের অধীনে ২০১৬ সাল থেকে ১৮টি শিরোপা জিতেছে সিটি। হলান্দের বিশ্বাস, ৫৩ বছর বয়সী এই কোচের অধীনে তিনি আরও উন্নতি করবেন।
“আমি অনেক উন্নতি করেছি। তার সঙ্গে কাজ করাটা দারুণ। তিনি শুধু সেরা কোচই নন, আমার দেখা সবচেয়ে পরিশ্রমী মানুষও। তার অধীনে খেলা কঠিন, কষ্টসাধ্য কারণ তিনি অনেক কিছু দাবি করেন, তবে এটাই আমি চাই।”
মন্তব্য করুন: