জোড়া গোল করে সতীর্থকে উৎসর্গ করলেন এনদ্রিক

১৭ জানুয়ারি ২০২৫

জোড়া গোল করে সতীর্থকে উৎসর্গ করলেন এনদ্রিক

রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছিল না এনদ্রিকের। দলের হয়ে নিয়মিত মাঠে নামার সুযোগ না পাওয়া ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ড ছিলেন গোল খরাতেও। তবে কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচ তার জোড়া গোলের পর ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে রিয়াল। ম্যাচ শেষে এই গোল দুটি তিনি উৎসর্গ করেছেন সতীর্থ আন্টোনিও। 

বৃহস্পতিবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসুস জুনিয়রের গোলে ৮৩ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। তবে পরের আট মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় সেলতা। সেখানে বাকি তিনটি গোল দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এর মধ্যে দুটি গোল করেন এনদ্রিক, অপরটি ফেদে ভেলভার্দে।

চলতি মৌসুমে রিয়ালে যোগ দেওয়া এনদ্রিকের শুরুটা ছিল দুর্দান্ত। লা লিগা চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেয়েছিলেন এই ১৮ বছর বয়সী ফুটবলার। তবে ১৭ সেপ্টেম্বরের পর থেকে গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। এখন পর্যন্ত লা লিগায় খেলেছেন মাত্র ৮৩ মিনিট।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এনদ্রিক জানান, বাজে সময়কে কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করেন দলের জার্মান ডিফেন্ডার রুডিগার।

আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করছি। আমার এই দুটি গোল আন্টোনিও রুডিগারের জন্য। তিনি জানেন তিনি প্রতিদিন আমার জন্য কী করেন। তিনি কখনও আমার প্রশংসা করেন না, তবে এটাই ভালো। তিনি আমাকে বলেন কী করতে হবে, গোল করতে, দৌড়াতে এবং লড়াই চালিয়ে যেতে। গতকাল অনুশীলনে তিনি আমাকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিলেন। বাড়িতে গিয়ে আমি সেটা নিয়ে ভাবছিলাম। তিনি সত্যিই দারুণ একজন মানুষ। এই গোলগুলো তার জন্য।” 

৭৯তম মিনিটে এমবাপ্পের বদলি হিসেবে নামা এনদ্রিকের প্রথম গোলটি আসে ম্যাচের ১০৮তম মিনিটে। বক্সের বাইরে থেকে দারুণ এক বাঁকানো শটে বল জালে জড়িয়ে উদযাপন করতে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন তিনি। ১১৯তম মিনিটে ছয় গজ বক্সের মধ্যে থেকে ব্যাকহিল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন। 

প্রথম গোলের উদযাপন প্রসঙ্গে এনদ্রিক বলেন,এই গোলটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটি আমার কাজ। আমি দলের জন্য ভালো করতে চাই, গোল করতে চাই। মাদ্রিদ, এই সমর্থক, খেলোয়াড় এবং স্টাফদের জন্য গোল করা সত্যিই অসাধারণ। গত কোপা ম্যাচে আমি সুযোগ কাজে লাগাতে পারিনি। আজ দুটি সুযোগ পেয়েছিলাম এবং দুটিই কাজে লাগিয়েছি।

মন্তব্য করুন: