নেইমারকে বিশ্বের সেরা খেলোয়াড় বানাতে চেয়েছিলেন মেসি
১৭ জানুয়ারি ২০২৫
বার্সেলোনায় ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছিলেন নেইমার। স্প্যানিশ ক্লাবটিতে আক্রমণভাগে সতীর্থ হিসেবে ব্রাজিলিয়ান এই তারকা পেয়েছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেসকে, যা ‘এমএসএন’ ত্রয়ী হিসেবে পরিচিতি লাভ করে। তবে নেইমার পরবর্তীতে পিএসজিতে যোগ দেওয়ায় এই ত্রয়ী তিন মৌসুমের বেশি একসঙ্গে খেলতে পারেনি। নেইমারকে ফরাসি ক্লাবটিতে যাওয়া থেকে আটকাতে তাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানানোর কথা জানিয়েছিলেন মেসি।
সম্প্রতি ব্রাজিল ও বার্সেলোনার সাবেক তারকা রোমারিওর সঙ্গে এক খোলামেলা আলোচনায় ফুটবল ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন নেইমার। সেখানেই ২০১৭ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছাড়ার আগে মেসির সঙ্গে হওয়া তার আলোচনার বিষয়টি তুলে ধরেন তিনি।
বার্সেলোনা ছেড়ে নেইমারের পিএসজিতে যোগ দেওয়ার কারণ হিসেবে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, নেইমার মেসির ছায়া থেকে বেরিয়ে বিশ্বসেরা খেলোয়াড় হতে চেয়েছিলেন। তবে বিষয়টি পুরোটাই ভুয়া বলে উড়িয়ে দিয়ে ৩২ বছর বয়সী এই তারকা বলেন, “আমি পিএসজিতে গিয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্য বার্সেলোনা ছাড়িনি।”
সে সময় মেসির সঙ্গে হওয়া কথোপকথন তুলে ধরে নেইমার বলেন, “মেসি আমাকে বলেছিল, ‘তুমি কেন যাচ্ছ? তুমি কি সেরা খেলোয়াড় হতে চাও? আমি তোমাকে বিশ্বের সেরা খেলোয়াড় বানাতে পারব।’”
তবে নেইমার জানান, পিএসজিতে ব্রাজিলিয়ান সতীর্থদের সঙ্গে খেলার জন্য তিনি বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেন।
“আমি তাকে বলেছিলাম, ‘না, ব্যাপারটা সেটা নয়। এটা ব্যক্তিগত। আর্থিকভাবে অবশ্যই বার্সেলোনার চেয়ে পিএসজিতে প্রস্তাবটা ভালো ছিল… এবং সেখানে ব্রাজিলিয়ান খেলোয়াড়রাও ছিল।’”
“আমি ব্রাজিলিয়ানদের সঙ্গে খেলতে চেয়েছিলাম। সেখানে থিয়াগো সিলভা, দানি আলভেস, মার্কিনিয়োস, লুকাস মউরা ছিল। তারা সবাই আমার বন্ধু ছিল।”
বার্সেলোনায় চার বছর থাকার পর ২০১৭ সালে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমার। কিন্তু পিএসজিতে কোনোকিছুই পরিকল্পনামাফিক এগোয়নি। প্যারিসের ক্লাবটিতে কোথায় ভুল হয়েছিল সেটিও তুলে ধরেন বর্তমানে সৌদি ক্লাব আল-হিলালে থাকা এই ফরোয়ার্ড।
“পিএসজিতে কী ভুল হলো? অহংকার। অহংকার। আমার মতে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা ভালো, ভাবা ভালো যে আপনি সেরা… কিন্তু, আপনাকে বুঝতে হবে যে আপনি একা খেলছেন না। আজকের দিনে যদি সবাই সাহায্য না করে, কিছু জেতা অসম্ভব।”
মন্তব্য করুন: