আবারও পেছাল নিজেদের মাঠে বার্সেলোনার ফেরা
১৮ জানুয়ারি ২০২৫
সংস্কার কাজ শেষ না হওয়ায় আবারও পিছিয়েছে কাম্প নউয়ে বার্সেলোনার ফেরা। আগামী মে মাসের আগে নিজেদের ঐতিহ্যবাহী স্টেডিয়ামে খেলতে পারবে না কাতালান ক্লাবটি।
২০২৩ সালের গ্রীষ্মে কাম্প নউয়ের উন্নয়নমূলক সংস্কার কাজ শুরু করে বার্সেলোনা। এরপর থেকেই শহরের অলিম্পিক স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করছে তারা। ফলে চলতি মৌসুমের পুরোটা সময় এই মাঠে খেলার সম্ভাবনা রয়েছে ক্লাবটির।
তবে এক প্রতিবেদনে ইএসপিএন জানায়, মে মাসে কাম্প নউয়ে একটি ম্যাচ আয়োজন করার কথা ভাবছে বার্সেলোনা। ১১ মে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং ১৮ মে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের লা লিগা মৌসুম শেষ করবে দলটি।
শুক্রবার এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, অন্তত আগামী ২৩ এপ্রিল পর্যন্ত তারা অলিম্পিক স্টেডিয়ামকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করবে। সে দিন লিগ ম্যাচে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে হানসি ফ্লিকের দল। এছাড়াও চ্যাম্পিয়নস লিগে নিজেদের বাকি ম্যাচগুলোও অলিম্পিক স্টেডিয়ামে খেলতে হবে তাদের।
ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষ্যে গত নভেম্বরে কাম্প নউয়ে ফেরার আশায় ছিল বার্সেলোনা। কিন্তু কাজ শেষ না হওয়া তা জানুয়ারি পর্যন্ত পেছনো হয়। তবে এখনও সংস্কার কাজ চলতে থাকায় তা আরও পেছাল।
আগামী মৌসুমে বার্সেলোনা যখন কাম্প নউয়ে ফিরবে তখনও স্টেডিয়ামের কাজ পুরোপুরি শেষ হবে না। ফলে ৬০ হাজারের বেশি দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবে না। ২০২৬ সালের গ্রীষ্মে স্টেডিয়ামের পুরো কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তখন ইউরোপের সর্বোচ্চ ১ লাখ ৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম হবে কাম্প নউ।
মন্তব্য করুন: