নতুন বছরেও লা লিগায় হোঁচট বার্সার, ক্ষুব্ধ কোচ
১৯ জানুয়ারি ২০২৫
রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে এবং কোপা দেল রেতে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে ২০২৫ সালের শুরুটা দুর্দান্ত করেছিল বার্সেলোনা। কিন্তু লা লিগায় ফিরতেই আবারও ছন্দ হারিয়ে ফেলেছে হানসি ফ্লিকের দল। পয়েন্ট তালিকার নিচের দিকের দল গেতাফের কাছে হোঁচট খেয়েছে তারা। আর দলের এমন পারফরম্যান্সে নিজের ক্ষোভ লুকাতে পারেননি কোচ।
শনিবার গেতাফের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে বার্সেলোনা। নবম মিনিটে জুল কুন্দের গোলে এগিয়ে যাওয়া দলটি গোল হজম করে প্রথমার্ধেই।
ম্যাচের প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি গেতাফের চেয়ে দ্বিগুণ গোলের সুযোগ তৈরি করেও জয়ের দেখা পায়নি বার্সেলোনা। এই নিয়ে লিগে সবশেষ চার ম্যাচে জয়হীন থাকল ফ্লিকের দল। অন্যদিকে সবশেষ আট লিগ ম্যাচে তাদের জয় স্রেফ একটিতে, হেরেছে চারটিতে।
ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে হতাশ ফ্লিক বলেন, “আমরা জিততে চেয়েছিলাম এবং আমাদের সেই সুযোগও ছিল। কিন্তু গোল করতে না পারায় আমি খুবই হতাশ।”
“গেতাফের মাঠে খেলা কেমন হয়, সেটা আজ আমরা দেখেছি। তারা ভালোভাবে রক্ষণ সামলেছে। আমরা সুযোগ তৈরি করেছি, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। প্রথমার্ধে আমাদের বেশ কিছু ভালো সুযোগ ছিল। এরপর আমাদের পাসিংয়ে আরও নির্ভুলতা প্রয়োজন ছিল।”
দক্ষিণ মাদ্রিদের এই স্টেডিয়ামে গত পাঁচ মৌসুম ধরে জয়হীন বার্সেলোনা। লা লিগায় ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। রোববার লাস পালমাসের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
পয়েন্ট খোয়ানো ফ্লিকের কণ্ঠে ছিল আরেকটি গোল না পাওয়ার আক্ষেপ। তবে ভবিষ্যতে ভালো কিছুর আশায় আছেন তিনি।
“আমরা যদি আরেকটি গোল করতে পারতাম! কিন্তু এখন আর কিছু করার নেই। আমাদের এই ফল মেনে নিতে হবে।… এখনও অনেক পথ বাকি এবং আমরা লা লিগা জেতার জন্য শেষ পর্যন্ত লড়াই করব। দুই পয়েন্ট হারিয়েছি ঠিকই, তবে একটি পয়েন্ট অর্জন করেছি। এখন সামনে তাকাতে হবে এবং উন্নতির চেষ্টা করতে হবে।”
মন্তব্য করুন: