শেষ মুহূর্তের জোড়া গোলে লিভারপুলের জয়, আর্সেনালের হোঁচট
১৯ জানুয়ারি ২০২৫
প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না লিভারপুল। শঙ্কা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে পয়েন্ট খোয়ানোর। তবে যোগ করা সময়ে সব সমীকরণ বদলে দিলেন দারউইন নুনেস। উরুগুয়ের এই ফরোয়ার্ডের জোড়া গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্নি স্লটের দল। তবে দুই গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্সেনাল।
শনিবার ব্রেন্টফোর্ডের মাঠে ২-০ গোলের জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম ও তৃতীয় মিনিটে গোল করে দলকে জয় উপহার দেন নুনেস।
ম্যাচে গোলের জন্য ৩৭টি শট নেওয়া অলরেডরা লক্ষ্যে রাখতে পারে আটটি। ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রাখে তারা। কিন্তু জয়ের জন্য তাদের অপেক্ষা করতে হয় একদম শেষ মুহূর্ত পর্যন্ত।
মৌসুমের প্রথমভাগে দুর্দান্ত শুরু করা লিভারপুল নতুন বছরে এসে যেন খেই হারিয়ে ফেলে। এই ম্যাচের আগে লিগে দুই ম্যাচে পয়েন্ট হারায় তারা। মাঝে লিগ কাপের সেমি-ফাইনালের প্রথম লেগে টটনাম হটস্পারের কাছে হেরে যায় স্লটের দল। এরপর অবশ্য এফএ কাপে তৃতীয় রাউন্ডের ম্যাচে জয় পেয়েছিল তারা।
রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লি ও কাই হাভার্টজের গোলে ম্যাচের প্রথম এক ঘণ্টায় এগিয়েই ছিল স্বাগতিকরা। কিন্তু এরপরই খেই হারিয়ে ফেলে মিকেল আর্তেতার দল।
আট মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে সমতায় ফেরে ভিলা। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল।
লিগে সবশেষ তিন ম্যাচে এই নিয়ে দু’বার পয়েন্ট হারাল গতবারের রানার্স-আপ আর্সেনাল।
২২ ম্যাচে ১২ জয় ও ৮ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে আর্তেতার দল। এক ম্যাচ কম খেলা লিভারপুল ১৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে আছে তালিকার শীর্ষে। তিনে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে তারা এগিয়ে ৯ পয়েন্টে।
মন্তব্য করুন: