‘আমরা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে দল’
২০ জানুয়ারি ২০২৫
সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের কাছে হেরে আবারও যেন নিজেদের পুরোনো রূপেই ফিরে গেছে দলটি। আর ম্যাচ শেষে ক্লাবটির এই দলকে ইতিহাসের সবচেয়ে বাজে দল হিসেবে আখ্যা দিয়েছেন কোচ রুবেন আমুরি।
রোববার ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হারে ইউনাইটেড। ১৯৮৯-৯০ মৌসুমের পর এবারই তারা লিগের প্রথম ২২ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছে।
দলের বাজে সময়কে পেছনে ফেলতে গত নভেম্বরে ইউনাইটেডের কোচ হিসেবে আমুরিকে দায়িত্ব দেওয়া হয়। তবে পর্তুগিজ এই কোচের অধীনে লিগে সম্ভাব্য ৩৩ পয়েন্টের মধ্যে মাত্র ১১ পয়েন্ট অর্জন করতে পেরেছে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটি।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে আমুরি বলেন, "ভাবুন, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন সমর্থকের জন্য এটি কেমন। আমার জন্য এটি কেমন। আমরা এমন একজন নতুন কোচ নিয়েছি যে আগের কোচের (এরিক টেন হাগ) চেয়ে বেশি ম্যাচ হারছে।”
"কিন্তু আমি কোনোভাবেই পরিবর্তন করব না। আমি জানি আমরা সফল হতে পারি, তবে এই মুহূর্তটি কাটিয়ে উঠতে হবে। কারণ আমি অনভিজ্ঞ নই এবং আমি জানি আমাদের টিকে থাকতে হবে।
"আমরা হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে দল। আমি জানি আপনাদের শিরোনাম দরকার। তবে আমি এটা বলছি কারণ আমাদের স্বীকার করতে হবে এবং এটি পরিবর্তন করতে হবে।”
২০ বারের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ইউনাইটেড ২২ ম্যাচে ৭ জয়ে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে আছে। প্রিমিয়ার লিগের জমানায় তাদের সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল গত মৌসুমে। টেন হাগের অধীনে সেবার তারা অষ্টম স্থানে লিগ শেষ করেছিল।
ইংলিশ ফুটবলের শীর্ষ স্তর থেকে ১৯৭৪ সালে সবশেষ অবনমন হয়েছিল ইউনাইটেডের। তখন অবশ্য প্রিমিয়ার লিগ নামে পরিচিত ছিলনা টুর্নামেন্টটি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে ১২টি লিগ ম্যাচের মধ্যে ৬টিতে হেরেছে তারা, যা ১৮৯৩-৯৪ মৌসুমের পর তাদের সবচেয়ে বাজে রেকর্ড।
তবে ইউনাইটেড ভক্তদের জন্য একটি আশা বিষয় হতে পারে যে, শেষবার যখন তারা প্রথম ২২ ম্যাচের মধ্যে ১০টিতে হেরেছিল তখন দলের কোচ ছিলেন আলেক্স ফার্গুসন। পরবর্তীতে তিনিই ক্লাবের ইতিহাসের সেরা কোচ হন এবং প্রিমিয়ার লিগে ১৩টি শিরোপা জয় করেন।
মন্তব্য করুন: