রিয়াল-বার্সার আরেকটি শিরোপা লড়াইয়ের সম্ভাবনা
২০ জানুয়ারি ২০২৫
রিয়াল মাদ্রিদকে গুঁড়িয়ে গত সপ্তাহে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। এবার চলতি মৌসুমে আরও একটি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হওয়ার সম্ভাবনা জেগেছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে।
সোমবার অনুষ্ঠিত হয় কোপা দেল রে -এর কোয়ার্টার-ফাইনালের ড্র। নিজ নিজ ম্যাচ জিতে ফাইনালে উঠলে এক দশকের বেশি সময় পর টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা।
এর আগে ২০১৪ সালে কোপা দেল রের ফাইনালে সবশেষ মাঠে নেমেছিল রিয়াল-বার্সেলোনা। সেই ম্যাচ ২-১ গোলে জিতে শিরোপা ঘরে তুলেছিল রিয়াল। এছাড়া এখন পর্যন্ত মোট ১৮বার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে স্প্যানিশ ফুটবলের এই দুই সবচেয়ে সফল দল। এর মধ্যে ১১বার শিরোপা ঘরে তোলে রিয়াল, সাতবার জেতে বার্সেলোনা।
চলতি মৌসুমে দুই দলের দুইবারের দেখায় রিয়ালের জালে ৯ গোল দিয়েছে কাতালান ক্লাবটি। গত অক্টোবরে রিয়ালের ঘরের মাঠে লা লিগার প্রথম লেগে ৪-০ গোলের জয় পায় হানসি ফ্লিকের দল। এরপর গত ১২ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।
রোববার লিগ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ২০ ম্যাচে ১৪ জয়ে কার্লো আনচেলত্তির দলের পয়েন্ট ৪৬। তিনে থাকা চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে তারা এগিয়ে ৭ পয়েন্টে। ৪৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আতলেতিকো মাদ্রিদ।
আগামী ৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালের লড়াই, যেখানে রিয়াল মাদ্রিদ খেলবে লেগানেসের বিপক্ষে। অন্যদিকে বার্সেলোনার প্রতিপক্ষ ভালেন্সিয়া। শেষ আটের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে আতলেতিকো-গেতাফে এবং রিয়াল সোসিয়েদাদ-ওসাসুনা।
মন্তব্য করুন: