সবার আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় লিভারপুল-বার্সেলোনা
২২ জানুয়ারি ২০২৫
৩৬ দল নিয়ে শুরু হওয়া নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল ও বার্সেলোনা। সপ্তম রাউন্ডের ম্যাচে ১০ জনের লিলকে হারিয়ে লিভারপুল এবং ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে বেনফিকাকে হারিয়ে বার্সেলোনা নকআউট পর্বে পা রেখেছে।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিলকে ২-১ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৩৪তম মিনিটে মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ডিফেন্ডার আইসা মান্দি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। তবে মিনিট তিনেক পর সমতায় ফেরে ফরাসি ক্লাবটি। এরপর ৬৭তম মিনিটে অলরেডদের এগিয়ে দেন হার্ভি এলিয়ট।
আক্রমণের ধার বাড়ালেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি আর্নি স্লটের দল। লিগ পর্বে টানা সাত ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।
রাতের আরেক ম্যাচ বেনফিকার মাঠে রবের্ট লেভানডফস্কি ও রাফিনিয়ার দুর্দান্ত নৈপুণ্যে ৫-৪ গোলের জয় পায় বার্সেলোনা। অথচ ম্যাচের ৩০ মিনিটের মধ্যে ৩-১ গোলে পিছিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধের একটা পর্যায়ে হানসি ফ্লিকের দল পিছিয়ে ছিল ৪-২ ব্যবধানে।
আক্রমণ পাল্টা-আক্রমণের ম্যাচের দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ভাগেলিস পাভলিদিস। ১৩তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান লেভানডফস্কি। তবে ২২তম ও ৩০তম মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলকে আরও এগিয়ে দেন পাভলিদিসি।
বিরতির পর রাফিনিয়ার গোলে বার্সেলোনা ব্যবধান কমালেও ৬৮তম মিনিটে রোনাল্ড আরাউহোর আত্মঘাতী গোলে আবারও দুই গোলে পিছিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। মিনিট দশেক পর লেভানডফস্কি পেনাল্টি থেকে আরেকটি গোল শোধ দেন। ৮৬তম মিনিটে দলকে প্রথমবারের মতো সমতায় ফেরান এরিক গার্সিয়া। আর শেষ বাঁশি বাজার একদম আগ মুহূর্তে দারুণ এক গোলে দলের জয় নিশ্চিত করেন রাফিনিয়া।
লিগ পর্বে অপরাজিত বার্সেলোনার এটি ষষ্ঠ জয়। ১৮ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার দুই নম্বরে।
অন্তত নকআউট পর্বের প্লে-অফ নিশ্চিত করেছে আর্সেনাল, অ্যাস্টন ভিলা, আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, ইন্টার মিলান, বায়ার লেভারকুজেন, লিল, মোনাকো ও ব্রেস্তোয়া। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টিকে আছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও পিএসজিসহ মোট ১৯টি দল।
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে শীর্ষ আটটি দল সরাসরি শেষ ষোলোয় খেলবে। পরের আটটি দল আসবে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে খেলা প্লে-অফ থেকে।
মন্তব্য করুন: