জোড়া গোল করে আল-নাসেরের হয়ে রোনালদোর মাইলফলক

২২ জানুয়ারি ২০২৫

জোড়া গোল করে আল-নাসেরের হয়ে রোনালদোর মাইলফলক

আল-নাসেরে হয়ে চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ মহাতারকা।

মঙ্গলবার আল-খালিজকে ৩-১ গোলে হারায় আল-নাসের। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৫তম মিনিটে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রোনালদো। এই গোলে সৌদি ক্লাবটির হয়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে একশ গোলে অবদান রাখার মাইলফলক স্পর্শ করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

যোগ করা সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। আল নাসেরের জার্সিতে ৯২ ম্যাচে এই ফরোয়ার্ডের গোল এখন ৮৩টি। অ্যাসিস্ট আছে ১৮টি। এই নিয়ে মোট চারটি ক্লাবে কমপক্ষে একশ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন তিনি। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও ইউভেন্তুসের হয়ে একশ’র বেশি গোলে অবদান রাখেন রোনালদো।

৩৯ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯১৯টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে দরকার আর ৮১টি গোল।

এছাড়াও ১৫ ম্যাচে ১৩ গোল নিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগের সর্বোচ্চদাতাও এখন রোনালদো।

১৬ ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছে আল-নাসের। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে করিম বেনজেমার আল-ইত্তিহাদ। ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেইমারের আল-হিলাল।

মন্তব্য করুন: