এমন অবিস্মরণীয় প্রত্যাবর্তন আগে কখনও দেখেননি বার্সা কোচ
২২ জানুয়ারি ২০২৫
বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ম্যাচের ৭৫ মিনিটেও দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। এরপরই রবের্ট লেভানডফস্কি, এরিক গার্সিয়া ও রাফিনিয়ার গোলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-৪ ব্যবধানে ম্যাচ জেতে তারা। আর দলের এমন প্রত্যাবর্তনকে অবিশ্বাস্য আখ্যা দিয়ে কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, দলের ইতিবাচক মানসিকতাই এই জয়ের মূল চাবিকাঠি।
বুধবার বেনফিকার মাঠে ম্যাচের প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে যায় বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে প্রথম ৩০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন বেনফিকার গ্রিক ফরোয়ার্ড ভানগেলিস পাভলিদিস।
বিরতির পর রাফিনিয়ার গোলে বার্সেলোনা ব্যবধান কমালেও ৬৮তম মিনিটে রোনাল্ড আরাউহোর আত্মঘাতী গোলে আবারও দুই গোলে পিছিয়ে যায়। মিনিট দশেক পর লেভানডফস্কি পেনাল্টি থেকে আরেকটি গোল শোধ দেন। ৮৬তম মিনিটে দলকে প্রথমবারের মতো সমতায় ফেরান এরিক গার্সিয়া। আর শেষ বাঁশি বাজার একদম আগ মুহূর্তে দারুণ এক গোলে দলকে জয় এনে দেন রাফিনিয়া।
ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের প্রশংসা করে ফ্লিক বলেন, “এটি খুবই পাগলাটে ম্যাচ ছিল। সবচেয়ে ইতিবাচক দিক ছিল আমাদের মানসিকতা। আমরা ফিরে এসেছি এবং এটি অসাধারণ। এটাই ফুটবল এবং এ কারণেই আমরা এটি ভালোবাসি।”
“আমি আগে কখনো এমন প্রত্যাবর্তন দেখিনি। এটি অবিশ্বাস্য। প্রথমার্ধে আমরা ভালো খেলিনি। তারা খুব ভালো খেলেছে এবং শুরুতেই গোল পেয়েছে।”
এদিন দলের প্রধান গোলরক্ষক ইনাকি পেনার পরিবর্তে ভয়চেক স্ট্যান্সনিকে মাঠে নামান ফ্লিক। তবে প্রথমার্ধে স্ট্যান্সনির ভুলে দুটি গোল হজম করে বার্সেলোনা। এমন অবস্থায় পোলিশ এই গোলরক্ষক পাশে পাচ্ছেন ফ্লিককে।
“কোনো খেলোয়াড় কি ভুল করে না? এটা স্বাভাবিক। স্ট্যান্সনি কিছু ভুল করেছে। তবে প্রথমার্ধে সবাই ভুল করেছে। আমরা একসঙ্গে জিতি, একসঙ্গে হারি। আমরা একটি দল। দ্বিতীয়ার্ধে সে ভালো ছিল এবং বেনফিকার একটি নিশ্চিত সুযোগ ঠেকিয়েছে।”
মন্তব্য করুন: