রিয়ালে হয়ে শততম গোল করে রোনালদোর রেকর্ডে চোখ ভিনিসুসের
২৩ জানুয়ারি ২০২৫
চ্যাম্পিয়নস লিগে জোড়া গোল করে দলের বড় জয়ে অবদান রেখেছেন ভিনিসুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের হয়ে স্পর্শ করেছেন একশ গোল করার মাইলফলকও। এবার ব্রাজিলিয়ান এই তারকার চোখ স্বদেশি কিংবদন্তি রোনালদোর রেকর্ড নিজের করে নেওয়ার।
বুধবার ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে জার্মান ক্লাব সালজবুর্গকে ৫-১ গোলে বিধ্বস্ত করে রিয়াল। রদ্রিগোর জোড়া গোলে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। বিরতির পর আরেকটি গোল করে ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। এরপরই নিজের যাদু দেখিয়ে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ভিনিসুস।
৫৫তম মিনিটে লুকা মদ্রিচের বাড়ানো বল থেকে প্রতিপক্ষের তিনজনকে পাশ কাটিয়ে বল জালে জড়িয়ে রিয়ালের হয়ে নিজের শততম গোলটি করেন ভিনিসুস। এরপর ৭৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরই সঙ্গে রোনারলদোর রেকর্ড নিজের করে নিতে আরও এক ধাপ এগিয়ে যান তিনি। রিয়ালের হয়ে তার গোল সংখ্যা এখন ১০১টি।
মাদ্রিদের ক্লাবটির হয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে সবচেয়ে গোল রোনালদোর। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালের হয়ে খেলা এই কিংবদন্তি গোল করেন ১০৪টি।
ম্যাচ শেষে এই রেকর্ড নিজের করে নেওয়ার নিতে চাওয়া ভিনিসুস বলেন, “এই জার্সিতে আমি গোল করতে পেরে খুশি। এই জার্সিতে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি গোল করা রোনালদোর চেয়ে আমি তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আমি আরও গোল করতে পারব।”
রিয়ালের হয়ে এরই মধ্যে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ভিনিসুস। দুটি ফাইনালেই পেয়েছেন গোলের দেখা। এছাড়াও ২৪ বছর বয়সেই ক্লাবের হয়ে তিনটি লা লিগাসহ মোট ১৪ ট্রফি জিতেছেন তিনি।
মন্তব্য করুন: