পিএসজির কাছে হেরে এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে ম্যান সিটি কোচ
২৩ জানুয়ারি ২০২৫
পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দুই গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নেয় প্যারিসের ক্লাবটি। ম্যাচ হেরে লিগ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় পড়েছে সিটি। সেই পরিস্থিতিতে যেন না পরতে হয় সে জন্য শেষ ম্যাচ লড়াই করার কথা জানিয়েছেন কোচ পেপ গুয়ার্দিওলা।
বুধবার পিএসজির মাঠে ৪-২ গোলে হারে সিটি। দ্বিতীয়ার্ধে জ্যাক গ্রিলিশ ও আর্লিং হলান্দের গোলে এগিয়ে গিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তাদের জালে একে একে চারবার বল পাঠায় স্বাগতিকরা।
এই জয়ে ৩৬ দলের নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের ২২ নম্বরে উঠে এসেছে পিএসজি। অন্যদিকে টুর্নামেন্টে টানা চার ম্যাচ জয়হীন থাকা সিটি সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আছে ২৫ নম্বরে। নক আউট পর্বের প্লে-অফে খেলতে হলে গুয়ার্দিওলার দলকে থাকতে হবে পয়েন্ট তালিকার শীর্ষ চব্বিশে।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে মাঠে নামবে সিটি। সেই ম্যাচ শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। তবে সেই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যাশায় আছেন গুয়ার্দিওলা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিটি কোচ জানান, প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে দল আবার মাথা তুলে দাঁড়াতে চায়।
“আমাদের শেষ সুযোগ ব্রুজের বিপক্ষে। শেষ পর্যন্ত আমরা যদি পরের রাউন্ডে যেতে না পারি, তাহলে বুঝতে হবে সেটা আমাদের প্রাপ্য নয়। চেলসির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে আমাদের এবং সামনে এগিয়ে যেতে হবে।”
দলের ব্যর্থতা অকপটে স্বীকার করে গুয়ার্দিওলা বলেন, “আজকে তারা (পিএসজি) আমাদের চেয়ে ভালো ছিল। আমরা মেনে নিচ্ছি। পিএসজিকে অভিনন্দন। ফুটবলের ব্যাপারটিই এমন, তারা গুরুত্বপূর্ণ পজিশনগুলোতে মরিয়া ও আগ্রাসী ছিল। অনেক দ্রুতগতির ছিল তারা, আমরা মানিয়ে নিতে পারিনি।”
মন্তব্য করুন: